আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাপি বার্থডে, মাদিবা!

ওলি ক্ষমতা ছেড়ে দিলেও দক্ষিণ আফ্রিকাবাসীর মনের মণিকোঠায় মাদিবা'র স্থান এখনো অটুট। ম্যাণ্ডেলা তার জনগণের কাছে এই নামেই পরিচিত। তাইতো আজকে তার জন্মদিনে দক্ষিণ আফ্রিকার শিশুরা গাইবে বিশেষ গান। এই গানটি তার জন্মদিন উপলক্ষে লেখা। আশা করা হচ্ছে ১২ মিলিয়নের অধিক শিশু একই সময়ে গানটি গেয়ে বিশ্ব রেকর্ড গড়বে।

২৭ বছর কারাভোগের পর মুক্তি মেললে তার নেতৃত্বে আফ্রিকান ন্যাশনালিস্ট পার্টি সংক্ষেপে এএনসি ১৯৯৪ সালের নির্বাচনে ব্যাপক বিজয় অর্জন করে। তবে মেয়াদ শেষ হওয়ার পর তার উত্তরসূরীর হাতে ক্ষমতা ছেড়ে দেন তিনি। ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি অনন্য নজির সৃষ্টি করেন। যে মানুষ তার জীবনের ৬৭ বছর অতিবাহিত করেছেন মানুষের কল্যাণে তার জন্মদিনে অত্যন্ত ৬৭ মিনিট গনকল্যানে ব্যয়ের আহবান জানিয়েছে ম্যাণ্ডেলা ফাউন্ডেশন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও তাতে সায় দিয়েছেন।

মহাসচিবের মতে ম্যাণ্ডেলার প্রতি শ্রদ্ধা জানানোর এটাই সর্বোত্তম উপায়। জাতিসংঘ তার জন্মদিনকে ঘোষণা করেছে "ম্যাণ্ডেলা ডে" হিসেবে। শুভ জন্মদিন, ম্যাণ্ডেলা! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.