আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল ক্যামেরা ম্যানিয়াঃ ক্যানন এস এক্স ২১০ আই এস (canon sx 210 is) কিনবো, নাকি কিনবো না?

বায়োলজিকাল আবেগ আর রোবোটিক নিস্পৃহতা - দুইয়ের এক অস্বস্তিকর সমন্বয় দীর্ঘদিন ধরে টাকা পয়সা জমিয়ে দেখি ধার সহ হয় সর্বোচ্চ ২৫০০০। এখন , আমার দরকার গুলো হলঃ ১। ফটোগ্রাফির পেছনে দেয়ার মত সময় আমার নেই। অর্থ ও আপাতত নেই। ক্যামেরাটা চাই পকেটেবল।

২। শুধুই ট্যুর,ফ্যামিলি প্রোগ্রাম, আর টুকটাক কিছু শখের ছবি তোলার জন্য। IDB তে এক দোকানে গিয়ে canon sx 210 is camera টা দেখে ভালোই লাগলো। সুপারজুম অপ্টিক্যাল ১৪এক্স। 14.1 Mp।

৩" এলসিডি। digic 4 processor. বাজেটের মধ্যে। এখন প্লিজ বলুন, কিনবো নাকি কিনবো না ? আপনাদের কারো পরিচিত দোকান/ বেটার কোনো অপশন মাথায় থাকলে জানিয়ে দিন। পরশুদিন কিনবো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.