প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে সেই ছেলেবেলা থেকে মনে পুষে রাখা ছিলো অদ্ভূত সখ আকাশে বেড়াবো উড়ে উড়ে যদি হতে পারি মেঘের বালক হঠাৎ সেদিন ভোর রাতে ইচ্ছে পূরণ বুড়ি এসে বলে “যাও মেঘ হয়ে ভাসো” মুখে মোনালিসা হাসি হেসে হেসে। তারপর থেকে আমি ভাসি আকাশে হয়ে মেঘকণা কখনো তা চঞ্চল বেগে কখনো উদাসী আনমনা কখনো এ শহর পেরিয়ে কখনো সবুজ সোনা গ্রাম মেঘেরা সীমান্ত মানেনা তাই উড়ে উড়ে চলা অবিরাম। এলো এক দারুন সময় বহু মেঘকণা জড় হলে নিজেকে মনে হোলো ভারি ডুবে যাই আধাঁরের তলে হঠাৎ বৃষ্টি হয়ে ঝরি তোমাদের শহরেই যেন ঝরে যেতে যেতে আজ ভাবি জীবন এতো ছোট কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।