কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি । আর আমি ত ব্লগের কল্যাণে সব সময় এই ধারণা মাথায় নিয়ে থাকি যে ব্লগারদের কাছে কিছু জানতে চাইলেই মুসকিল আসান।
আচ্ছা, আমি একটা ইউপিএস ও কিনতে চাই। এ ব্যাপারে একটা পরামর্শ দেন। ১ ঘণ্টা ব্যাকাপ দেয়ার মত বস্তু কি আছে? এগুলা কতদিন টেকে? আমার বাজেট ৪০০০ বা আরেকটু বেশি হলে তার মাঝে কত টুকু ব্যাকয়াপের ইউপিএস পাওয়া যাবে? যেই ঘন ঘন লোড শেডিং, চার্জ কতক্ষণ লাগে? প্লিজ হাসবেন না।
কিন্তু আমি ইউপিএস নিয়ে কিছুই বুঝিনা। আমি ডাউনলোড দিয়ে ভার্সিটি যাই। তখন লোড শেডিং হলে আমি চাইনা যে ইউপিএস কাজ করুক। কিন্তু আমি যখন বাসায় থাকি, তখন এটাকে খাটাতে চাই। ইউ পি এস এর ব্যাকয়াপ অটো অন/অফের জন্য কোন শিডিউল সিস্টেম আছে? আপনারা কীভাবে করেন? বার বার প্লাগ খোলা লাগানো ত খুবই কষ্টের ব্যাপার।
তাই না ?
আব্বুর ল্যাপটপের জন্য বাজেট ৬০ ০০০ টাকা।
ভাল দেখে একটা পরামর্শ দেন। অফিসের কাজে ল্যাপটপের হালকা ব্যবহার হবে। কিন্তু আমি চাইতেছি আব্বুর কলিগরা যেন বলে যে আমি খুব ভাল একটা মডেল চয়েস করে দিয়েছি। আমি নিজে বেশ কয়েকটা ল্যাপটপ চয়েস করেছিলাম।
এখন লিস্টটা হারিয়ে ফেলেছি। আফসোস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।