পরিবর্তনের জন্য লেখালেখি
বাবা তুমি মুখ ফিরিয়ে নিলে
এই দুনিয়া লাগতো অন্ধকার
অফিস থেকে ফেরার সময় হলে
সময় যেন আর হতো না পার
বাবা তোমার বুকের চাপে আরাম
হাতের ভাঁজে ওম খুঁজেছি কত
আলতো চুমোয় মুছিয়ে দিয়ে গেছো
এই পৃথিবীর কান্না শত শত
বাবা তোমার বকায় ছিলো স্নেহ
হঠাৎ রাগে চোখ পাকালে সের'ম
তোমায় আমি কষ্ট দি'ছি জেনে
বুকের মধ্যে লাগতো কের'ম কের'ম!
বাবা আমি শিশু থেকে কিশোর
হইনি কভু, বলতে আমায় মিছে
তাইলে বলো তোমার কবে বয়স
বেড়েই গেলো আমার চোখের পিছে!
এবার নাকি জ্বলবে তারা হয়ে
তোমার আলো একটুও নয় ফিকে
যেমন ছিলে আমার নয়ন মনি
তেমনি রবে আবার, চারিদিকে।
তোমায় আমি খুঁজবো কোথায় বাবা?
ঐ আকাশে ? নাকি সাগর জলে?
রোজ রাতে ঠিক আসবে তো, এ্যাই বাবা,
ঘুম পাড়ানি চুম দিতে কপোলে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।