আমাদের কথা খুঁজে নিন

   

আমার আব্বুর লেখা কবিতা



নতুন সাজে সাজব যেদিন শুভ্র বসনে বিদায় নিয়ে যাব যখন চিনবে কেমনে এক পলকেই শেষ হবে যে আমার জীবন ধারা নিথর দেহে থাকবে না প্রান নিভবে চোখের তারা বলবনা আর কোন কথা, শুনব না আর কিছু যতই কর ডাকাডাকি ফিরব না আর পিছু মায়ার বাধন ছিন্ন করে যেতেই আমায় হবে মরনেই হবে জয়, মানবে যে হার সবে। স্মৃতি হয়ে থাকবো আমি তোমার হৃদয় মাঝে কাঁটা হয়ে বিধব মনে সকাল কিংবা সাঁঝে দিন গড়াবে আপন মনে আসবে বছর ফিরে দুঃখ অপার জমবে মনে আমার স্মৃতি ঘিরে পড়বে মনে ক্ষনে ক্ষনে হয়তো আমার কথা অশ্রুবানে ভাসবে নয়ন লাগবে প্রানে ব্যাথা কাজের ফাকে মারবে উকি আমার ছবি খানি ব্যাথার ভারে ক্লান্ত হবে তোমার হৃদয় জানি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।