কেমন করে সময় কেটে যায়...
" ০৪/১১/০৮
ঢাকা।
বাবা,
আস্সালামু আলাইকুম ওয়া রাহ্,মাতুল্লাহ।
তোমার রসায়নের নোট গুলো রাদিয়া গুছিয়ে দিয়েছে। প্রাপ্তি সংবাদ জানায়ো। তুমি কেমন আছো?তোমাকে
আমরা miss করছি!অভিজ্ঞতাটি এমন!
এর বিনিময়ে,তোমার অর্জন্টা যদি কাঙ্খিত মানের হয়,
তখনো পোষাবে কতটুকু------রাব্বুল আলামিন্ই ভাল জানেন।
আল্লাহ ভরসা। আমরা ভাল আছি। আলহামদুলিল্লাহ।
সুব্রত,লিমন দেরকে দোয়া রইল।
অন্য সবাইকে সালাম ও শুভেচ্ছা।
তোমার আব্বু------"
মেডিকেল এর ফার্স্ট ইয়ার এ পড়ি তখন...কি একটা কাজে ইন্টারর কেমিস্ট্রির কিছু নোট পাঠাতে বলেছিলাম ঢাকা থেকে।
নোট এর সাথে চিঠিটাও আসে...চিঠিটা কিন্তু পাঠাতে বলিনাই...
খুব সাধারণ একটা চিঠি...তারপরো,
অনেক শক্ত আমি,ভেঙ্গে চুরে নাই হয়ে যাই চিঠিটা পড়ে...
যতোবার পড়ি,ততোবার ভাঙ্গি...
আজকে নাকি "বাবা দিবস"...
অনেক্ষন ধরে ভাবছিলাম একটা ম্যাসেজ পাঠাবো...
পরে ভাবলাম,থাক...কি দরকার শুধুশুধু মানুষ টা কে লজ্জা দেয়ার...
...রাব্বির হামহুমা কামারাব্বাইয়ানিস সাগিরা...
...রাব্বির হামহুমা কামারাব্বাইয়ানিস সাগিরা...
...রাব্বির হামহুমা কামারাব্বাইয়ানিস সাগিরা...
...রাব্বির হামহুমা কামারাব্বাইয়ানিস সাগিরা...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।