পথিক আমি হারিয়েছি পথ । প্রিয়তমা তুমি মোর মনের পবিত্রতা তুমি মোর স্বপ্নলোকে রাতের মৌনতা । প্রেয়সী তুমি রাতের আকাশে পূর্ণ চাঁদ মিটি মিটি তারা মোর একাকিত্ত কাটেনা প্রিয়া আজ তোমায় ছাড়া । প্রিয়তমা তুমি মোর মনের কাননে হাজরো ফুটন্ত ফুল বসন্তের রক্ত ঝড়া শিমুল, পলাশ ও আম্র মুকুল । প্রেয়সী তুমি রাতের আকাশ অনন্ত বিশালতা মোর হৃদয়ে তোমাকে হারানোর বিশাল শূন্যতা । প্রিয়তমা তুমি কোকিলের কুহু তান, দোয়েলের মিষ্টি গান শিল্পির কন্ঠে তুমি সুরের মাতম, একতারে সুরের টান । মৌমিতা তুমি শরতের শিশির ভেজা স্নিগ্ধ সকাল মৌনতা তুমি থাকবে মিশে মোর জীবনের পরতে পরতে অনন্ত কাল । এম আর রহমান হাবিপ্রবি, দিনাজপুর ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।