আমার বুকের অনেক গভীরে
জমাট বাধা সব দুঃখ গুলো
তোমার বুকের উষ্মতায়
সুখ হয়ে যায়।
তুমি জানো কিনা জানো
আমি তুমি ছাড়া
এ জীবন শুধু হায়
ধূ ধূ মরুভুমি।
আমার মনের ছন্দবিহীন
বলতে নাপারা সব কথা গুলো
তোমার প্রেমের সুরের ছোঁয়ায়
গান হয়ে যায়।
তুমি জানো কিনা জানো
এজীবন আমার
তুমি ছাড়া সুরহীন
শুধুই আঁধার।
আমার অন্তহীন সাথীহারা রাতে
হতাশায় বন্দি সময় গুলো
তোমার একান্ত আলিঙ্গনে
দূর হয়ে যায়।
তুমি জানো কিনা জানো
আমি তুমি ছাড়া
উদভ্রান্ত কোন এক
ছন্নছাড়া।
আমার বুকের অনেক গভীরে
জমাট বাধা সব দুঃখ গুলো
তোমার বুকের উষ্মতায়
সুখ হয়ে যায়।
তুমি জানো কিনা জানো................
আমি তুমি ছাড়া
উদভ্রান্ত কোন এক
ছন্নছাড়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।