আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তমা

ভাল লাগে ভালকে, খারাপ লাগে খারাপকে প্রকৃতি মেনে কোন রীতি সৃজিল আকৃতি তব সরল শুভ্রময়, মধ্য রাতের জোঁৎস্নায় ধোয়া প্রিয়া তোমার হৃদয়, লাবণ্যে চঞ্চলা, মৃদু মৃদু পথচলা, বদনে মায়াবী হাসি, ওষ্ঠে সুখের সরস, সদা প্রাণবন্ত, বেলাভূমিতে পতিত শশী, কচি ধানের শীষের মত হৃদয় দোলানো চাহনি, লাজুক লাজুক ঢং, বৃষ্টি ধোয়া বিকেলে ভেজা আকাশে ম্লান যেন রংধনুর সব রং, আহা বেশ ! তার অপরূপ কেশ, এক হতাশাময় অমাবশ্যার আধার, কালবৈশাখীর বিকেলে দিগন্ত জুড়ে কৃষ্ণ মেঘের বাহার, তনু পল্লবে হাসে পূর্ণিমা চাঁদ, হাস্য মাধূরীতে ভাঙে বাধ, যেন হাজার রাত্রি শেষে এল আলোময় প্রভাত, নয়নে যেন উদাসী আকাশ নীড় খোজা পাখী, হাজার স্বপ্ন খোজে দূর্বাঘাসে ঐ দুটি আঁখি, কথার বাঁকে স্বপ্ন ঝরে, হাসিতে পদ্ম ফোটে, পূর্ণিমার চাঁদ যেন আলো ঝরায় কোমল ললাটে, তাই ইমরোজ রোজ রোজ ওহে সরোজ মুখ, ওই মুখ পানে চেয়ে পায় স্বর্গীয় সুখ । ..........................ইমরোজ..........................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।