আমাদের কথা খুঁজে নিন

   

বাকশাল কায়েম করে বঙ্গবন্ধু টিকতে পারেননি শেখ হাসিনাও পারবেন: নাজিমউদ্দিন আলম

চীফ হুইপ জয়নুল আবেদীনের উপর বর্বরোচিত হামলার বিচার এবং অবিলম্বে তারেক রহমানসহ জিয়া পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারে শেখ হাসিনার উপর চাপ প্রয়োগে হস্তক্ষেপ কামনা করে ১০ জুলাই রোববার দুপুরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে বড় ধরনের একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে। যুবদল, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি, জাসাস, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, নিউইয়র্ক স্টেট বিএনপি, নিউইয়র্ক সিটি বিএনপির নেতা-কর্মীরা এতে অংশ নেন নানা বক্তব্যের পোস্টার ও ব্যানার হাতে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক নাজিমউদ্দিন আলম এবং সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সেক্রেটারী মোস্তফা কামাল পাশা বাবুল। নাজিমউদ্দিন আলম তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করে ক্ষমতায় টিকে থাকতে পারেননি। নব্য স্বৈরাচার শেখ হাসিনাও টিকে থাকতে পারবেন না।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়ে, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার চার্জশিট এবং গ্রেফতারী পরোয়ানা জারী করে, সর্বশেষ সংসদের বিরোধী দলীয় চীফ হুইপকে যেভাবে মারধোর করা হলো তা অব্যাহত রেখে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন না। তিনি বলেন, এখন থেকে আমাদের এক দফা এক দাবি সেটি হলো শেখ হাসিনার পতন। সমাবেশ থেকে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহবান জানানো হয় অবিলম্বে বাংলাদেশের গণতন্ত্রকে কার্যকর রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য। যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে অংশ নেন তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ এবং আজাদ বাকির, শ্রমিক দলের নেতা রফিকুল মাওলা, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সহসভাপতি খালেক আকন্দ, সেক্রেটারী সাঈদুর রহমান সাঈদ, বরিশাল ডিভিশনাল জাতীয়তাবাদী ফোরামের সেক্রেটারী সেলিম রেজা, রুহুল আমিন নাসির, যুবদল নেতা ফারুক হোসেন মজুমদার, ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা প্রমুখ। উল্লেখ্য যে, এর আগের দিন ৯ জুলাই চীফ হুইপের কন্যা ফারজানা ফারুক প্রেমা জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বরাবরে একটি স্মারকলিপি দিয়েছেন।

ফারজানা ফারুক প্রেমাও ছিলেন এ বিক্ষোভ-সমাবেশে। একইদিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসে আইবিএনপি নামক থিঙ্কট্যাংকের উদ্যোগে শেখ হাসিনার দু:শাসনের অবসান দাবিতে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, আলহাজ্ব সোলায়মান ভূইয়া, জিল্লুর রহমান জিল্লু, জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল, যুবদল সেক্রেটারী আবু সাঈদ আহমদ, আমানত হোসেন প্রমুখ। জয়নূল আবেদীন ফারুকের উপর পুলিশী হামলার নিন্দা জানিয়ে ১০ জুলাই সন্ধ্যায় তৃতীয় প্রতিবাদ সমাবেশটি হয় ব্র“কলীনে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় সুগন্ধ্যা রেস্টুরেন্টে। প্রবাসী নোয়াখালীবাসীর এ সমাবেশে বক্তব্য রাখেন বেলাল মাহমুদ, জসীম ভূইয়া, শফি আলম লাল প্রমুখ।

সূত্র: ইউকেবিডি নিউজ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.