আমাদের কথা খুঁজে নিন

   

লড়াইটা হোক অমানুষের বিরুদ্ধে মানুষের

পাখি এক্সপ্রেস ব্লগে ভিকারুন্নিসার মিউচুয়াল কষ্টের মূল অপরাধী পরিমল এবং হোসনে আরার বিরুদ্ধে প্রতিবাদের শুরু হয়েছিলো "হিন্দু" পরিমলের বিরুদ্ধে কোটি কোটি মুসলমানের যুদ্ধের প্রস্তুতি দিয়ে। এখন সে নালত সরে গিয়ে অমানুষের বিরুদ্ধে মানুষের লড়াইয়ে এসে চলতেছে। ব্লগে কেউ নিজেকে দেশপ্রেমিক পরিচয় দিয়ে আওয়ামীলীগের সমর্থক হয়ে বিএনপির বিরোধিতা করে। আবার বিএনপিও তাই করে। সবাই দেশপ্রেমিক! কিন্তু সবাই দেশের পক্ষে না বলে প্রতিপক্ষের বিরুদ্ধে বলে।

গ্যাস চুক্তি ইস্যুতে দেখা গেছে আকাশের তারাগুলি এবং হাসান কালবৈশাখী নামের ব্লগার সরকারের পক্ষে নির্লজ্জ দালালি করতে। ভিকারুন্নিসা ইস্যুতে আকাশের তারাগুলি চুপ থাকলেও হাসান কালবৈশাখী মহাসমারোহে তার দালালি চালিয়ে যাচ্ছেন। আমি বুঝি না দালালির সময় নিজের দেশপ্রেমিক পরিচয়টা কোথায় থাকে? আমরা মনে হয় অন্য কারো বিরোধিতা করার আগে নিজের দেশের পক্ষে কথা বলা শিখতে হবে। লড়াইটাকে একটা ট্যাগে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে "অমানুষের বিরুদ্ধে মানুষের যুদ্ধ"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।