আমাদের কথা খুঁজে নিন

   

লড়াইটা আর্মি বনাম বিডি আর এর নয়



Click This Link এই ঠিকানায় ইমরোজ নামক একজন ব্লগার তার ব্যক্তিগত অভিজ্ঞাতার কথা বলেছেন। তার কথা যদি সত্যি হয় তাহলে কিন্তু বলতেই হয় এই দু:খজনক যে অভিজ্ঞতার ভেতর দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হলো তার দায়িত্ব কিন্তু বিডিআর এর সাবেক মহাপরিচালক শাকিল সাহেবের। একজন ভালো নেতা হলে শুধু গালাগালি দিয়ে এই বিষয়টা উনি নিয়ন্ত্রণ করতে চাইতেন না। ওনার দায়িত্বহীনতা আর স্বেচ্ছাচারিতায় ওনার নিজের জীবন তো গেছেই অপ্রয়োজনীয় ভাবে আরও প্রায় দেড়শ অফিসারের জীবনও নষ্ট হবার আশংকা দেখা দিয়েছে। আর এখন আর্মি পুরো ব্যাপারটাকে আর্মি বনাম বিডিআর বলে যেভাবে নিয়েছে তা আরও দুঃখজনক।

আর্মির সাধারণ সৈনিকরাও কিন্তু বিডিআর জোয়ানদের প্রতি সিমপ্যাথি ক্যারি করে। এই হত্যাকান্ডের বিচার হওয়া উচিত। প্রমানিত দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা উচিত একই সাথে কোন একক ব্যক্তি য্নে এত খানি স্বেচ্ছাচারী আর হয়ে না উঠতে পারে সে ব্যাপারেও আর্মির ব্যাবস্থা নেয়া উচিত। প্রতিশোধ মূলক মনোভাব সমস্যাকে আরও বাড়াবেই। এমনিতেই অবস্থা যাই হোক না কেন আর্মি আর বিডিআর এর মধ্যে পরস্পরের প্রতি বৈরী ভাব বাড়বে ও বজায় থাকবে।

দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান দুই বাহিনী যদি পরস্পরের প্রতি এতখানি শত্রুভাবাপন্ন হয় তাহলে সাধারণ মানুষ কোই বা যাবে আর দেশের নিরাপত্তারই বা কি হবে। আর আর্মির বক্তব্যও যদি ঠিক হয়ে থাকে তাহলেও বলতে হবে যে এক হাতে তালি বাজে না। অবস্থা যদি ভিতরে ভিতরে এত খারাপ না হতো তাহলে সারা দেশে বিডিআর'রা এই ভাবে রিঅ্যাক্ট করতো না। এটা একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। না হলেও দোষ সেই আর্মির উপরই বর্তায়।

এত বড় একটা বিক্ষোভের প্রস্তুতি চলছে তাহলে আর্মি ইন্টেলিজেন্স কি করছিলো। এটা তারা ঘটতে দিল কেন? তাদের গাফলতির জন্যই তো এতগুলো আর্মি অফিসার মারা গেল। বিডিআর এর যারা এই কাজ করেছে তাদের এখন মারুক আর কাটুক তাতে আর্মির সুপিরিয়র অফিসারদের দায়িত্বহীনতা চাপা পড়ে না। এই সব আর্মি অফিসার আর এখন আর্মির রোষের কারনে ভুগবে যেসব সাধারণ বিডিআর সৈন্য তাদের পরিবারদের কি হবে? কেউ কেউ তো টাকা বা অন্যান্য সুবিধা পাবেন কিন্তু তাতে তো আর মানুষটার শূন্যতা পূরণ হবে না। আর্মি এবং সরকারের উচিত এমন ঘটনা যেন আর না ঘটে সে জন্য মানবিক ভাবে এবং যৌক্তিকভাবে পুরো বিষয়টা পরিচালনা করা।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।