আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ষকদের পক্ষেই BAL এর সরকারঃ এটাই স্বাভাবিক নয় কি?

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়। গতকাল বিকালে খবরে শুনলাম পরিচালনা পরিষদের সভায় ভিকারুন্নেসার অধ্যক্ষ হোসনে আরা কে অপসারন করেছে গভর্ণিং বডি, তবে মিটিং-এ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর দীলিপ রায় উপস্থিত ছিলেন না। অবশ্য উনি উপস্থিত থাকবেন না এটা খুব স্বাভাবিক, ব্যাক্তিত্ব-যোগ্যতা নয়, এরা আনুগত্যের দাসখত দিয়েই পদ নিয়েছেন। রাতে টিভি দেখার স্লট আমি পাইনা, ইন্টারনেটেও বসা হয় নি। সকালে উঠে দেখলাম উলটো গভর্ণিং বডি কেই বাতিল করেছে সরকার আর তাই হোসনে আরা আবারো বহাল!! আর গভর্ণিং বডি বাতিলের যুক্তিও হাস্যকর। এর মেয়াদ নাকি শেষ হয়েছে ২০১০ সালের ২৯শে আগষ্ট (সুত্রঃ বিডিনিউজ়২৪)।এতদিন তাহলে সবাই ঘুমাচ্ছিল?? যেমনি তারা হোসনে আরা কে অপসারনের সিদ্ধান্ত নিয়েছে, অমনি কুম্ভকর্ণের ঘুম ভেঙ্গেছে! হাজারো ছাত্রী-অভিভাবকদের আন্দোলন আর দেশের সাধারন মানুষের অনুভুতিকে লাত্থি দিয়ে সরকার ধর্ষকদের পক্ষেই অবস্থান নিল। আজকে আবার সাধারন ছাত্রীদের আন্দোলন দমানোর জন্য এবং হোসনে আরা কে চেয়ারে বসানোর জন্য পুলিশ লেলিয়ে দিয়েছে সরকার। বর্তমান সরকার ও সরকারী দল ধর্ষক-লম্পট দের অভয়ারণ্য। এর কাছে এর চে বেশী কিছু আশা করেন কি????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.