আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ষকদের কঠোর শাস্তির দাবি অমিতাভের

দিনকে দিন মুম্বাই হয়ে ওঠছে ধর্ষণের নগরী। সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষেরা জানাচ্ছেন তাদের প্রতিবাদ। বাদ যাচ্ছেন না বলিউডের তারকারাও। মুম্বাই গণধর্ষণ কান্ডে দুঃখপ্রকাশ করে দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন অমিতাভ বচ্চন।

গত শুক্রবার অমিতাভ বলেন, "এটা লজ্জাজনক ঘটনা।

মুম্বাই শহরের লজ্জা। একজন চিত্র সাংবাদিক অ্যাসাইনমেন্টে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন। খুব দ্রুত দোষীদের ধরে শাস্তি দেওয়া উচিত। "

সাংবাদিকদের কাছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, "মাত্র একদিন আগেই আমরা রাখি পালন করেছি। এই প্রথাই হল মেয়েদের, বোনেদের রক্ষা করার প্রথা আর তারপরই এরকম ঘৃন্য ঘটনা ঘটল।

আমাদের মত দেশ যেখানে এখনও এইসব প্রথা পালন করা হয়, সেখানে এইরকম ঘটনা সত্যিই লজ্জাজনক। আমাদের এইসব প্রথার মর্ম বোঝা উচিত। " 

এদিকে অমিতাভের মত বড় মাপের তারকা ধর্ষকদের কঠোর শাস্তি দাবি করায় বোদ্ধারা প্রশংসা করছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.