টিভিতে সংবাদপাঠককে সংবাদ পড়তে গিয়ে মিটিমিটি হাসতে দেখে হাসি ধরে রাখাই দায়..। আসুন হাসি.......। অনশন শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়, ম্যাডাম এসেছেন সোয়া ১১টায়। আনুষ্ঠানিকভাবে অনশন শুরু হয় দুপুর ১২টা থেকে। তারপর শুরু হয় আসল মজা, নেতা কর্মীরা পেনডেল রেখে হুমরি খেয়ে পড়েন পাশের খাবার দোকানে।গণ-অনশন মঞ্চ থেকে বাইরে গিয়ে পানি, আখের রস, আনারস খেতে দীর্ঘ লইন । সাংবাদিক জানতে চায় `অনশনে খাচ্ছেন?—` নেতা কর্মীরারা উত্তর করেন `প্রতীকী অনশন, হালকা খাবারে সমস্যা নেই:` টিভিতে সংবাদপাঠককে সংবাদ পড়তে গিয়ে মিটিমিটি হাসতে দেখে হাসি ধরে রাখাই দায়..। আসুন হাসি.......। হাহাহা......।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।