মসজিদে যারা জুতা হাতে নিয়ে মারামারি করছেন ওনাদের ঈমান নিয়ে আমার ঘোরতর সন্দেহ রয়েছে। ধার্মিকের প্রতিবাদের ভাষা যদি এই হয় তবে বহু প্রশ্নের উদয় হয় মনে। গলদটা কোথায় সেটা ভাবতে বাধ্য হই।
#এই গন্ডগোলের কারণ কি শুধুই রাজনৈতিক?
#খতিবের নিযুক্তি(যোগ্যতা)যথাযত কিনা সে প্রশ্ন থেকে?
#ধর্মীয় শিক্ষায় নৈতিকতার ঘাটতি থেকে?
এখন পর্যন্ত এই ইস্যু নিয়ে কোন স্পষ্ট বক্তব্য আমরা পাইনি। আমরা জানিনা কে সঠিক আর কে সঠিক নয়।
আমরা আশা করব উপযুক্ত কতৃপক্ষ এ ব্যাপারে গ্রহনযোগ্য বক্তব্য দিয়ে এ হাঙ্গামার অবসান ঘটাবেন।
তবে আমার ক্ষুদ্র মানসে এটা স্পষ্ট বুঝতে পারছি যারা জুতা ছুড়েছেন তারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার মানসে এটা করেছেন। তাদের কাছে নিজ স্বার্থের বিপরীতে ধর্ম, ধর্মগ্রন্থ, মসজিদ সব কিছুই তুচ্ছ। এরা আজ মসজিদে জুতা ছোড়াছুড়ি করেছেন কাল হ্য়তো লুংগি অথবা পাজামা খুলে উদোম গায়ে আদিম নৃত্যে মেতে উঠবেন। হয়তো দেখা যাবে হাতের কাছে যুৎসই কিছু না পেয়ে কোরান ছুড়ে মেরেছেন।
সে অর্থে "নাস্তিক'রা" এদের চাইতে অনেক বেশী স্বচ্ছ। এসব ধর্মান্ধরা এতটাই অস্বচ্ছ যে কখন কোথায় পরিধেয় কাপড় খুলে বসে বলা মুশকিল। সে তুলনায় নাস্তিকদের বক্তব্য অনেক বেশী পরিষ্কার। নাস্তিক বিদ্বেষীরা নিশ্চয় এ ব্যাপারে আমার সাথে একমত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।