‘ওনারা একটি মহলের সাহায্য নিয়ে ডিজিটাল কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় এসে যা খুশি তাই করে বেড়াচ্ছেন। আমরা তাদের যে কোন মূল্য প্রতিহত করবো। ’
বিকাল ৫টা অথবা তার কিছু বেশি। বাইরে বেশ কড়া রোদ।
মতিঝিল থেকে ১২ নম্বর (সাবেক মনে হয়) বাসে করে বাংলামোটর আসছিলাম। দৈনিক বাংলা মোড়ে এসে বাস থেমে গেল। বাসে গাদাগাদি অবস্থা। কিন্তু বাস এগুচ্ছে না। ভিতরে আমরা বাস যাত্রীরা অসহায় হয়ে বসে এবং দাড়িয়ে আছি।
সবার শার্ট ভেজা। তবে শার্ট ভেজার আগে শরীর ভিজে উটেছে। তারপর হয়ত কারো গেঞ্জি অথবা......। তারপর শার্ট পর্যন্ত সেই ঘাম পৌছে গেছে। বিরক্তি ঝাড়তে ঝাড়তে অনেকেই কান্ত।
তাদের কয়েকজনের কথা....
- আবারো শুরু হইলো।
- এই অত্যাচার চলবো।
- হায়রে কোন দেশে যে থাকি।
- শালার রাজনীতিবিদরা দ্যাশটারে খাইলো।
- শালাগো লজ্জা নাই।
- হে হে, নতুন শব্দ, ডিজিটাল
- আল্লায় কি আমাগো মুক্তি দিব না?
আরো অনেক কথা ভেসে এলো ঐতিহাসিক পল্টন ময়দান থেকে।
আর উপরের কথাগুলি আজকের জামায়াতে ইসলামির জনসভার জনৈক নেতার। কর্মীদের ভাষায় হয়তো ত্যাগীও।
বাসের মধ্যে বসে বসে ওই বাক্য গুলো শ্রবন করা ছাড়া কিছুই করার ছিলনা আমাদের মতো অসহায় যাত্রীদের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।