আমি মানুষ। আমি মুসলিম। আমি বাংলাদেশী। আমি বাঙালী।
বিসমিল্লাহির রহমানির রহীম।
আমাদের এখানে লোডসেডিং হলে বেশীর ভাগ সময়ে আমি আমার বড় বোনের বাড়ির ছাদে গিয়ে বসে থাকি। ৬ তলার ছাদ, বেশ বাতাস পাওয়া যায়।
ইদানিং রাতের বেলা ছাদে মোটামুটি আলো থাকে - স্টেডিয়ামের লাইট এর কল্যাণে(!)। ভাবতে অবাকই লাগে আমাদের ডিজিটাল সরকার কতো ফরমুলা বের করছেন বিদ্যূৎ বাচাঁবার জন্যে - বাংলাদেশে প্রথম বারের মতো ডেলাইট সেভিং সময়ও চালু করছেন - অথচ তারাই কিনা এভাবে সবার চোখের সামনে বিদ্যুৎ অপচয় করতে দিচ্ছেন!
আমি বলছি না ক্রিকেট খেলা বন্ধ করে দেয়া দরকার। আমার নিজের সব চেয়ে প্রিয় খেলা কিন্তু ক্রিকেট ই।
আর আমি একজন সাবেক স্বরাস্ট্র সচিব এর কাছে শুনেছি যে বাংলাদেশে যখন ক্রিকেট খেলা হয় তখন অপরাধ অনেক কমে যায়।
তাই বলে ক্রিকেট রাতে খেলতে হবে এমনতো কোন কথা নেই। হ্যা, রাতে ক্রিকেট ম্যাচ হলে স্টেডিয়ামে দর্শকরা বেশী এন্জয় করেন। কিন্তু এই একটু বেশী মজার জন্যে হাজার হাজার মানুষকে কস্ট দেয়া টা উচিৎ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।