প্রিয়তমা
রাগ করো না। চিঠিতে তোমাকে এই সম্বোধন করলে তুমি কতই না রাগ করো। আমি এটাও জানি রাগ তোমার বেশিক্ষন থাকে না। তুমি কেমন আছ? নিশ্চয়ই অনেক ভাল আছ। অনেকদিন তোমাকে কোন চিঠি লিখা হয় না।
কে বলবে তুমি এই যুগের মেয়ে?? এখনো তুমি এসএমএস কিম্বা ফোনের চেয়ে চিঠির আদান-প্রদান কে পছন্দ করো।
কিন্তু তুমি তো জানই আলশেমি তে আমার বিশ্বজোড়া খ্যাতি। তুমি ঠিক যতটা নিপুণ, আমি ঠিক ততটাই বেক্ষাপ্পা। কেমন করে যে আমাকে সহ্য করো মাঝে মাঝে ভাবতে অবাক লাগে। তোমার একটা অদ্ভুত গুন কি জানো? তুমি কাউকে চাপ দাও না কিন্তু কেমন করে জানি তুমি ঠিক সব্বাইকে ঠিক ঠিক মত কাজ করাতে বা চালাতে পারো।
আমাকে কি পেরেছ? জানি না। হয়ত হ্যাঁ হয়ত না।
মনে পরে তোমার সেই প্রথমদিনের কথা? বল তো কি বার ছিল? আমি জানি তোমার রাগে তোমার ফর্সা মুখখানা লাল হয়ে গিয়েছে। রাগ করো না। জানি আমি সবকিছু ভুলে গেলেও তুমি ভুল না।
কেন জানি তোমার সব মনে থাকে। কি করে যে পারো। তোমাকে একটা গোপন কথা বলি। তোমাকে রাগাতে কিন্তু আমার বেশ লাগে। এটা শুনে আবার রাগ করে বোসো না।
এখন তো প্রায় মধ্যদুপুর, কিছু খেয়েছ? ভর্তা, সবজি দিয়ে ভাত খেতে খুব পছন্দ করতে। আজকে কি খেলে? বিকেলে রিকশাতে ঘুরতে খুব ভালবাসতে, আজকে কি ঘুরতে বেরোবে? আজকের আকাশ টা কিন্তু দারুন। কেন জানি মনে হচ্ছে বারবার বলছে ঘরে থেকে লাভ কি? বেরিয়ে পর। যাবে নাকি দিগন্তের খোলা মাঠে?তারপর নাহয় সন্ধ্যা বেলা মঞ্চনাটক দেখতে যাবো। আজকে তোমার প্রিয় দলের শো আছে যাবে?
বাব্বা এত অভিমান? এত রাগ? কখনো তো মুখ ভার করে থাকো না? কেনো দেখা করছ না?কেন কথা বলছ না? ভিতর টা খালি খালি লাগছে ।
আর কিভাবে বললে বুঝবে??
আমি তো জানি তুমি সব পারো। ঐ মারাত্মক সোমবার টা কেন মুছে দিচ্ছ না। যা কিছু সব নোংরা, জরাজীর্ণ, বস্তাপচা চোখের পলকে সরিয়ে দিয়ে সুন্দর একটা বাতাবরণ তৈরি কর। তুমি তো সব পারো। এসব তো তোমার ফুঁৎকারের কাজ।
তবে কেন?কেন? সোমবার টা মুছে দিচ্ছ না??? কেনইবা ওইদিন তুমি ঐ রাস্তা দিয়ে হাঁটতে গেলে, তুমি কি আনমনে ছিলে? কি ভাবছিলে? তুমি তো রাস্তা চলাচলে খুব সাবধানী
জানো না তোমাকে ছাড়া আমার চলে না?? তারপরও তুমি কেন আসছ না? তুমি তো জানো তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। তুমি নিশ্চয়ই ভূলে যাও নি তোমাকে ছাড়া আমি নতুন কাপড় কিনতে পারি না তবে আমার এই শতছিন্ন জামাকাপড় দেখে কি তোমার একটুও মায়া হচ্ছে না??? এতো পাষাণ তো তুমি ছিলে না??
আসো আসো তাড়াতাড়ি আসো। অপেক্ষা করছি। অপেক্ষা করছি। অপেক্ষা করতে কিন্তু আমার ভালো লাগে না।
অপেক্ষায়.....................।
রামছাগল(তোমার)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।