কিছু জানার থাকলে জিগান আমারে...হা হা হা ঘটনা টি এই বেশ কিছু সময় আগে ঘটে গেল। যথারীতি, ১১.৫০ এর ক্লাশ এ যোগদান এর জ়ন্যে বাসা থেকে বের হলাম, ১০.১৫ তে। কলেজ়গেট (টঙ্গী) পর্যন্ত হেটে গেলাম এবং বাসের জন্য আমার সাধনা শুরু হল। প্রায় ২০ মিনিট অপেক্ষা করলাম, একটি বাসেও উঠতে পারলাম না। প্রত্যেটা বাস কে দেখে মনে হছিল যেন হাউসফুল কোন সিনেমা হল।
একটি পা রেখে বাসে ওঠার মত জায়গা নেই। তদুপরি, কোন বাসই থামেনি, যারা উঠেছে তারা চলন্ত বাস এই লাফ দিয়ে উঠেছে। অবস্থা কি হতে পারে বুঝে গিয়েছিলাম। পাক্কা এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমার সিধান্ত নেয়া হয়ে গেল যে এবার তবে ফেরা যাক (কারণ, আজকে ক্লাস এ গেলে যেটা হবে সেটা হল ম্যাডাম যখন বের হবেন তখন আমি ক্লাস এ ঢুকবো)। রিকশা নিয়ে সোজা বাসায় চলে এলাম।
আজকের ক্লাসটা ত মিস হয়ে গেল। বেসরকারী বিশ্ববিদ্যাল্য় এ পড়ে একটা ক্লাস মিস দেয়া টা কিরকম হতে পারে সেটা যারা বোঝেন তারা অনুভব করতে পারবেন। আজকে যা ঘটল তা আমার কাছে অভুতপুর্ব। এখন ব্যাপার হল, এই আমার দেশের গণপরিবহ্ন’র দশা। ৬ টা দিন ছুটি কাটাল দেশের মানুষ, এর মধ্যে ৪ দিন ছিল হরতাল।
৪ দিনের রঙ তামাশা যখন শেষ হল তখন এই অবস্থা। আর কতদিন এরকম হয়রানি সহ্য করতে হবে। একেকটা রাজনীতিবিদ কে দেখলে আমার 3 Idiots সিনেমার চাতুর এর একটি উক্তি বারবার মনে পড়ে। সেটা হল, “Ek admi apni jeevan kal mein itni balatkar kaise kar sakte hain?...” ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।