সোমবার সকালে মোগলাবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় অটোরিকশা চাপায় নিহত হন ডলি বেগম।
ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুরের সাত্তার আলীর মেয়ে ডলি (১৮) লতিফা শফি চৌধুরী মহিলা কলেজের ছাত্রী।
এ ঘটনার প্রতিবাদে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী ও কলেজের ছাত্রীরা।
পরে পুলিশ গিয়ে বুঝিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।
মেট্রোলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জিদান আহমদ জানান, দুর্ঘটনার পর অটোরিকশা চালক জাহেদ রহমানকে আটক করা হয়েছে।
এলাকার লোকজন ও ছাত্রীরা কিছু সময় সড়ক অবরোধ করে রেখেছিল। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।