যদি স্বাধীনতা না থাকে, তাহলে কাজে গতি আসবে না, তেমনি চিন্তাতেও কোন creativity আসবেনা –এটাই স্বাভাবিক। স্বাধীনতা মানুষকে সব দিক থেকেই বড় করে। এই যুগে এসে অর্থনৈতিক বা চিন্তার মুক্তি এসবের সাথে তথ্য পাবার এবং দেবার “মুক্তি”ও যোগ হয়েছে। এই স্বাধীনতা বা মুক্তি ছাড়া এই ই-যুগে অন্য সমাজের সাথে পাল্লা দিয়ে চলা অসম্ভব। তা ছাড়াও মানুষের মেধা বা চিন্তাকে আটকে রাখার মত বোকামি, কত বড় বোকামি তা আপনাকে বা আমাকে কাউকে আলাদা করে বোঝাতে হবে না।
TIME পত্রিকা মাঝে মাঝে পড়া হয়। TIME এর এই সংখায় কেনিয়া আর আফ্রিকার উপর লেখা পড়ে মনটা একটু বিমর্ষ হয়ে গেল।
কিছু data আপনাদের সাথে ভাগাভাগি করি। আছর আপনাদের উপরও পড়তে পারে।
• ২০০৭ সালে কেনিয়ার bandwidth ছিল পৃথিবীর সবচেয়ে দুর্বল bandwidth – একটি মাত্র ফাইবার অপটিক যার আবার কিছু অংশ কেবল কিছু দেশের সাথে যুক্ত ছিল মাত্র!
• গত ২ বছরের মধ্যে কেনিয়া ৬ টি ফাইবার অপটিক দিয়ে connectivity নিশ্চিত করেছে যা তাদেরকে যুক্ত করেছে আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার সাথে।
• ২০১৩ এর মধ্যে এই ফাইবার অপটিক এর সংখ্যা হবে ১২!
• গত ৪ বছরে আফ্রিকার Internet capacity প্রতি সেকেন্ডে ৩৪০ গিগাবাইট থেকে লাফ দিয়ে ৩৪,০০০ গিগাবাইটে পৌঁছেছে যা সত্যিই বিস্ময়কর!
• সেই সাথে আফ্রিকার সরকারগুলো ISP প্রতিষ্ঠানের জন্য প্রতি মাসে প্রতি সেকেন্ড খরচ ৪০০০ ডলার থেকে ২০০ ডলারে নামিয়ে এনেছে; যা পরবর্তীতে এই বছরেই হবে ১০০ ডলার.
• এই বছরের শেষ দিকে নাইরোবির বাইরে স্থাপিত ৭ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত “Konza Technology City” কাজ শুরু করতে যাচ্ছে। যেখানে “Content” আর “Applications” উদ্ভাবনের মেলা বসবে!
• গোটা আফ্রিকার অর্ধেক আর কেনিয়ার ৯২ ভাগ মানুষ মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে যায়!
• কেনিয়া সরকারের IT সেক্টরের জন্য ভালবাসা আছে (যা আমাদের বর্তমান সরকারেরও আছে) যা তাদের কে এনে দিয়েছে একটা অন্য পরিচয় – Silicon Savanna! ( আফ্রিকার ভূমি বিন্যাসই হল ‘Savanna’; Savanna হল বিশাল সমতল ভূমি যা পাহাড় আর বন জঙ্গলে ঢাকা থাকে)
এসবের ফলঃ
• আফ্রিকার Internet Traffic পৃথিবীর সবচেয়ে বর্ধনশীল
• আফ্রিকায় শুধুমাত্র ২০১০ এ Google এর অনলাইন বিজ্ঞাপনে ৫.২ বিলিয়ন ক্লিক পড়েছে যেখানে পশ্চিম ইউরোপে পড়েছে ৩.৭ বিলিয়ন!
আরও তথ্যঃ
• ২০০৯ এ বিশ্ব ব্যাংক তাদের এক সমিক্ষায় জানায় যে উচ্চ গতির Internet এর সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা সরাসরি যোগাযোগ আছে – সম্পর্ক অনেকটা এরকম - Internet এর উচ্চ গতি ১০% বৃদ্ধি পেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় ১.৩ % - অসাধারন না!
• লন্ডন বিজনেস স্কুল, বিশ্ব ব্যাংক কিংবা ডিলোটি (যুক্তরাষ্ট্র ভিত্তিক অডিট, ফিনান্সিয়াল আডভাইসরি, কনসালটান্ট এজেন্সি)’র গবেষণায় এসেছে আফ্রিকাতে প্রতি ১০০ জনের জন্য আরও ১০ টা মোবাইল ফোন জিডিপি ০.৬% থেকে ১.২% বৃদ্ধিতে অবদান রাখে!
কেনিয়ার তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়ের সচিব বিটাঙ্গে এনডেমো (Bitange Ndemo), তিনি যখন বলেন “ আমরা অবকাঠামো নির্মাণ করছি, এখন CONTENT & APPLICATIONS এর সময়!” আমরা তখনও অবাক হই না, অবাক হই যখন দেশের মানুষের উদ্দেশে তিনি বলেন “আমরা, সরকার, আপনাদেরকে চমকে দিতে যাচ্ছি!”। আমাদের এমনই একজন স্বাপ্নিক আর সাহসী মানুষ দরকার ছিল যিনি তথাকথিত আম্লাতান্ত্রিক জটিলতার ‘নাগপাশ’ ছিঁড়ে আমাদের এমন সাহসী আর চমকে দেওয়ার মত কথা শোনাবেন।
কেনিয়াতে এরপর যা ঘটেছে, যেমন বিভিন্নরকম সফটওয়ার, মোবাইল ফোন ভিত্তিক সেবা, কৃষি ভিত্তিক সফটওয়ার ইত্যাদি - তা আমাদের এখানে ঘটাটা আরও স্বাভাবিক ছিল। আমাদের তরুণ প্রজন্ম বহুকাল থেকে প্রমান করে চলেছে, তারা কতখানি প্রতিভাবান।
শত প্রতিকুলতা থাকার পরেও কতকিছুই না তারা করে যাচ্ছে!
সরকার ডিজিটাল বাংলাদেশ-এর আওতায় অনেক প্রজেক্ট হাতে নিচ্ছে, সেগুলোর কিছু কিছু বাস্তবায়নও হচ্ছে; কিন্তু যেখানে Internet Speed কচ্ছপ গতির সেখানে শুরুতেই সেগুলোর মুখ থুবড়ে পড়ার আশংকা থেকেই যায়।
সরকারের কাছে দাবি, পরিবেশটা নিশ্চিত করুন, অবকাঠামো দিন, তারপর বাকি কাজ তরুণরাই করবে। ৪০% তরুণ প্রজন্মদের ভোট পেয়েছে এই সরকার এবং ক্ষমতায় এসেছে, সেই তরুণ প্রজন্মদের মেধা বিকাশের জন্য যদি পরিবেশ আর অবকাঠামো নিশ্চিত করা যায়, তাহলে বলা যায় এই সরকারের কাছে এই তরুণ প্রজন্ম তথা এই জাতি চিরকৃতজ্ঞ থাকবে।
তেমন হলে বলা যায় না, আমরা হয়তো দেখব নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন-এর মত নিকট ভবিষ্যতে আমাদের রাজনিতিকরাও সামাজিক ওয়েবসাইটের মাধ্যমে নির্বাচনে প্রার্থিতা প্রকাশ করছেন এবং প্রতিযোগিতায় মেতেছেন! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।