আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি পেয়ে গেলাম আর একজন নাভানার ইঞ্জিনিয়ার সাহেবকে!!!

ব্যক্তিগত প্যাচাল পছন্দ না হলে বের হয়ে যান আমার ব্লগ থেকে।:) হ্যা ভাই,সেই স্মরণীয় দিনগুলো এখন ও আমরা মিস করি যখন নাভানা ভাই আমাদের মাঝে ছিলেন। মেয়েদের পোস্টে গিয়ে সুন্দর দুন্দর(!!) মন্তব্য করে ব্লগবাসিকে মাতিয়ে তুলেছিলেন।সেই সাথে সকল ব্লগ কন্নয়ার অন্তরে জাইগা করে নিয়েছিলেন।আমরা পেয়ে গেছি সেই রকম ই একজন কে!!!! অবস্থা একটু ভিন্ন!! সব মেয়ের লেখাই এনার ভালো লাগে।সব মেয়ে ই এনার প্রিয় লিঙ্কস এ। আসতে করে নিচের ব্লগারের ব্লগে গিয়ে ডানপাশে তার প্রিয় লিঙ্কস গুলো দেখেন।সব মাইয়া। দুই একটা পোলা কে ভুল করে লিংক এ ধুকাইছেন শুধু। সেই বিখ্যাত লিংক টি হল http://www.somewhereinblog.net/blog/rashedhsn

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।