এসো নীপবনে এই কবিতাটি আমি তোমাকে উৎসর্গ করলাম যদি কোনোদিন মনের অজান্তে কোনো এক পড়ন্ত দুপুরে আয়েশী ঘুমের আগে বই খুলে বসার অভ্যাসে ভুল করে চোখে পরে যাওয়ায় অন্যমনস্ক হয়েও পড়ে ফেলো তুমি এই কবিতা তবেই মনে করবো কবিতাটি সার্থক হলো। যদি আমায় চিনতে পারো- তবে এই কবিতা পড়তে পড়তে তোমার চোখের কোণে পানি আসবে না- জানি সামনে আসতে পারে কিছু স্মৃতি- তুমি কি জানো শুধু এই স্মৃতিগুলোকে লালন করে আজো বেঁচে আছি এই যে কবিতা লিখছি- স্মৃতিতে তুমি বই খুলে বসি- স্মৃতিতে তুমি রাস্তায় পথ চলি- স্মৃতিতে তুমি জ্যামে সময় পোড়ে- স্মৃতিতে তুমি ন’টা- পাঁচটা অফিস- স্মৃতিতে তুমি কাজের ফাঁকে লাঞ্চ- স্মৃতিতে তুমি সপ্তাহ শেষে ছুটি- স্মৃতিতে তুমি দিনান্তে ধ্যানে বসি- স্মৃতিতে তুমি চোখ মুদে স্বপ্ন দেখি- সেখানেও তুমি। হাঃ ঈশ্বর! ভাগাড়ের কীটের মতো স্মৃতি কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আমায় হাঃ- ঈশ্বর! এই কবিতা পড়তে পড়তে আমার কোন সুখ স্মৃতি অথবা কোনো স্মৃতিই যদি তোমার মনে জেগে উঠে দোলা দেয়, এতটুকু- মাথার ভিতরে নয় বুকের ঠিক এই জায়গাটায় হু হু করে উঠে গোছানো এই পৃথিবীর সব কিছু এলোমেলো মনে হয়- পূর্ণ সংসারের সব কিছু ফাঁকা, শুন্য মনে হয়- তবে কবিতাটি আর পড়ো না ছুড়ে ফেলে দাও দূরে যেভাবে আমায় ছুড়ে ফেলেছো। ছিড়ে ফেলো পাতা যেভাবে পোড়াচ্ছো আমায়- আজ অবধি এই কবিতা পড়তে পড়তে যদি কিছুই মনে না পরে তবে কলম ধরো- প্রতিবাদ পাঠাও পত্রিকায় এমন জঘন্য কবিতার জন্য মামলা ঠুকে দাও আদালতে, হরতাল ডাকো, মিছিল করো দাহ করো আমার কুশপুত্তলিকা ফাঁসি চাও, ফাঁসি চাও, আমার ফাঁসি চাও। তবুও এই কবিতা আমি তোমাকেই উৎসর্গ করলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।