A Hero will Rise Up Just In Time আমাকে চিনতে পেরেছেন? সেকি, চিনলেন না? আরে সামুতে এখন আমিই তো সবচেয়ে পরিচিত নাম, সবচেয়ে বেশী ব্যাবহৃত নাম।
কিছু ব্লগারের সবচেয়ে ব্যাবহৃত শব্দ আমি। আচ্ছা একটু বুঝিয়ে বলি।
ধরা যাক, কোন ব্লগার কোন আবাল টাইপ পোষ্ট দিল। স্বাভাবিক ভাবেই সেখানে দেখা গেল।
০-মন্তব্য, ০-ভালোলাগা। এখন সেই ব্লগার ভাবিল, ইহা কি হইল? ইহা আমি কি দেখিতেছি? এখন আমি কি করি? ব্যাস এসে গেল আমার ডাক। সেই পুষ্ট আবার পোষ্ট করা হইল। হেডলাইনটা এরকম হলো, "(পোষ্টের নাম) যারা মিস করেছেন, তাহাদের জন্য রিপোষ্ট। "
আবার ধরা যাক কোন ব্লগারের পুষ্ট একেবারেই কেউ পড়েনা।
হঠাৎ একদিন সেই ব্লগার যে কোন ভাবেই হোক ১০টা মন্তব্য পেয়ে গেল। ব্লগার ভাবিল, ইহা আমি কি দেখিলাম। আমি কি হনু রে। যেহেতু তার ২য় ভালো কোন পোষ্ট দেওয়ার যোগ্যতা নাই, তাই সে আমাকে ডাকিল। এবং সেই পোষ্ট খানাই আবার পুষ্ট করিল।
গম্ভীরভাবে হেডলাইনটা এরকম হলো,
"(পোষ্টের নাম) যারা মিস করেছেন, সংগত কারনেই তাহাদের জন্য রিপোষ্ট"
ফলাফল: আগেরবার ১০ টা মন্তব্য পেয়েছিল, এবার ০।
দয়া করিয়া আমাকে তুচ্ছ করিবেন না। আমি এখন অনেকের কাছেই একটা প্রিয় নাম যদিও অধিকাংশ ব্লগার আমার আগমনে বিরক্ত বোধ করে, গদামের উপর রাখে। তবুও আমি আমার পথে এগিয়ে চলেছি। আমি আছি, আমি থাকবো।
এবার আমাকে চিনেছেন তো, আমি কে।
ঠিক ধরেছেন..
আমার নাম "রিপোষ্ট"
বি:দ্র: কিছু ব্লগার জরুরী কিছু পোষ্ট দেন জরুরী কারনে। কারো ভালো করার জন্য, কারো উপকারের জন্য। আমার এই পোষ্টের সাথে তাদের রিপোষ্টের কোন সম্পর্ক নেই। সেই সব রিপোষ্টের জন্য থাকে সবসময় আমার শ্রদ্ধা ও সম্মান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।