প্রতিকী মানব বন্ধনে কখনো কোন কাজ হয়নি, হবেও না। "নিলিমা" এখনও ন্যায্য বিচার পায়নি কিন্তু। তাই গণ-প্রতিরোধ করতে হবে। মানে প্রতিটি দেয়ালে পরিমলে'র ছবি সম্বলিত পোষ্টার লাগাতে হবে । আর তাতে লিখে দিতে হবে যে, "এ এক ঘৃনীত নরপশু।
এ'কে জাতীয়ভাবে বর্জন করুন"।
এখন। "WE WANT JUSTICE. PORIMAL SHOULD BE PUNISHED". কিন্তু সেই পানিশমেন্ট টা কি? কি শাস্তি হওয়া উচিৎ? কতটা নৃশংস এবং দৃষ্টান্তমূলক?
এবার। আমরা বাংলায় কোন প্রতিবাদ সম্বলিত পোষ্টার করতে পারলাম না কেন? আমাদের যত সংগ্রাম তো বাংলা দিয়ে'ই শুরু হয়েছে এবং আমরা বরাবরই সফল হয়েছি। তাহলে, "আমরা ন্যায্য বিচার চাই।
পরিমলে'র দৃষ্টান্তমূলক শাস্তি হউক। কিংবা পরিমল'কে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে" এমন কিছু কেন আমাদের প্রতিবাদের ভাষা হচ্ছে না? আমরা ইংরেজি নিয়ে এতটা ইনফ্লুয়েন্স কেন হচ্ছি?
সব শেষে একটি কথা বলুন, যারা এখন এই ঘটনা নিয়ে ঝাপিয়ে পরেছেন এবং প্রতিবাদ করছেন, তাদের কত % ঢাকা ইউনিভার্সিটি'র শিক্ষিকা রুমানা'র উপরে তার স্বামির নির্মম অত্যাচারে'র বিরুদ্ধেও প্রতিবাদ করেছেন। RAB যে লিমন'কে অন্যায়ভাবে গুলি করে পংগু করে দিল, চিরতরে নিভিয়ে দিল একটা তরতাজা প্রানে'র শুস্থ-সুন্দরভাবে বেচে থাকার স্বপ্ন, সেই অন্যায়ে'র বিরুদ্ধে হাত তুলেছেন। জেনে রাখুন ধর্ম, বর্ন, গোত্র, লিংগ এবং দল-মতভেদে আমরা যদি শুধু অন্যায়'কে পয়েন্ট আউট করে এক হতে না পারি, তাহলে কোন প্রতিবাদই জোড়াল হবে না। শুধু নিজের গা'য়ে এসে পরলেই রুখে দাড়ান নয়, রুখে দাড়াতে হবে সব অন্যায়ে'র বিরুদ্ধে'ই, একজোট হয়ে।
১৯৭১'এর পরে আমরা তার কিছুটা দেখাতে পেরেছিলাম একটিবারই ১৯৯০এ (স্বৈরাচারের পতনে'র সময়)। সময় এসেছে ৭১'এর চেতনা নিয়ে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।