আমাদের কথা খুঁজে নিন

   

মাহমুদুর রহমানের সাথে সংহতি: সকাল দশটা, সোমবার, আলতাব আলী পার্কে প্রতিকী অনশন

বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ অনশন শুরু: সকাল ১০টা স্থান: আলতাব আলী পার্ক আলতাব আলী পার্ক চিনেন না এমন বাংলাদেশী যুক্তরাজ্যে খুঁজে পাওয়া যাবেনা। এই তো সেদিন ১৯৭৮ সালের ৪ মে ২৫ বছর বয়সী বাংলাদেশী পোষাক শ্রমিককে হত্যা করেছিলো বর্নবাদীরা নির্মমভাবে। প্রতিবাদের সৈনিক এই আলতাব আলী আমাদের প্রেরনার উৎস। তারপর শহীদ আলতাব আলীর নামে এই পার্কটির নাম করন করা হয়। এই পার্কের এক পাশে আছে বিদ্রোহের মূলমন্ত্র, অন্যায়ের বিরুদ্ধে প্রেরনার দীপ ভাষা শহীদদের স্মরনে নির্মিত মহান শহীদ মিনার।

তাই যখনই দেশে-বিদেশে কোন অবিচার, অনাচার, অন্যায় ঘটে তখনে লন্ডনে বসবাসরত বাংলাদেশীরা এই পার্কে দ্রোহের মন্ত্রে উজ্জিবীত ও দূর্বিনীত হয়ে গর্জে উঠে প্রতিবাদের ভাষায়। আগামীকাল সোমবার। সকাল ১০টা। আমরা সমবেত হচ্ছি আলতাব আলী পার্কে। সারাদিন সেখানে অনশন করবে বাংলাদেশের অতন্দ্র সেনানীরা, যারা বিদেশে থেকেও মননে-মগজে পুষে রাখে স্বদেশ, স্বজাতি ও বাংলাদেশ।

সত্যের সৈনিক শাহজালাল, শাহ মাখদুমের উত্তরসূরীরা জড়ো হয়ে প্রতিকী অনশন করে সংহতি প্রকাশ করবে মাহমুদুর রহমানের সাথে। অনশনের মাধ্যমে প্রতিবাদ জানাবে বাংলাদেশের বর্তমান আওয়ামী সরকারের রাস্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে শত শত নারী, পুরুষ, শিশু হত্যার বিরুদ্ধে। পুলিশ কতৃক নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবীতে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গনতন্ত্র, সাংবাদপত্রের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতা সহ সমাজের সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমবেত হবো আমরা আলতাব আলী পার্কে ঠিক সকাল দশটায়। একটি আহ্বান আপনার বুকে যদি থাকে সত্য প্রতিষ্ঠার প্রত্যয়।

যদি থাকে বুকভরা সাহস। যদি থাকে মাতৃ মুক্তি পন। যদি থাকে মানবাধিকার প্রতিষ্ঠার আমরন সংকল্প। স্বৈরাচারিনী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একা লড়ে যাওয়া এক নির্ভীক সাংবাদিক সাহসের বাতিঘর মাহমুদুর রহমানের প্রতি এতটুকুন ভালোবাসা। তাহলে প্লিজ চলে আসুন।

চলে আসুন ঠিক দশটায় চেতনার উৎস আলতাব আলী পার্কে। দেখিয়ে দিন সারা পৃথিবীকে। বাংলাদেশীরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার সারা পৃথিবী ব্যাপী। দেখিয়ে দিন আমরা বিশ্বব্যাপী জাগ্রত। সত্য মুক্তি স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের দেশের পঠে প্রান দিতে আজ ডাক পরেছে তাদের তাই আসুন আমরা সমবেত হই।

সারাদেশের মতো লন্ডনে অবস্থানরত বাংলাদেশী ভাই-বোনদের উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রতিকী অনশনে যোগ দিয়ে দেশের নির্যাতিত, নিপিড়িত মানুষের পাশে, নির্ভীক সাংবাদিক মাহমুদুর রহমানের পাশে দাঁড়ানোর জন্য। অনশন শুরু: সকাল ১০টা স্থান: আলতাব আলী পার্ক ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.