আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিকী রাজনৈতিক বিশ্লেষন - ফাঁকা মাঠে কে গোল দেবে ?

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

রাজনৈতিক মাঠে এতদিন যে খেলা চলছিল তাতে পক্ষ বিপক্ষ খেলায়ারের অভাব ছিলনা, খেলাও চলছিল জম্পেশ। এ তত্বাবধায়ক সরকার আসার পূর্বে “খা” পার্টি বেশ জোরেশোরেই তাদের অবস্থান সুনিশ্চিত করতে চাইছিলেন, কিন্ত “হা” পার্টি কম কিসের, দিলেন ল্যাং মেরে, ফসকে গেল “খা” পার্টির সমস্ত রণকৌশল। রেফারী বৃন্দ মাঠের পরিস্থিত পূর্ণ নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হওয়ায় তাদেরকে নামিয়ে দিয়ে আসল নতুন রেফারী, কিন্তু নতুন রেফারীর অতিমাত্রায় দায়িত্ব সচেতনতা এবং কর্তব্যবোধের রেফারীগিরিতে সবাইকে একে একে লাল কার্ড দেখিয়ে যেভাবে “খা” এবং “হা” পার্টির খেলোয়ারবৃন্দকে মাঠ থেকে বিদায় দিচ্ছেন তাতে মাঠ শূণ্য হবার আশংকা রয়েছে। মাঠ প্রায় শূন্যই হয়ে গিয়েছে এক রকম। কিন্তু সমস্যা হচ্ছে, মাঠে যদি কোন খেলোয়ার না থাকে তাহলে কাদেরকে নিয়ে খেলা পরিচালনা করবেন? মনে হচ্ছ রেফারীবৃন্দ নতুন দল মাঠে নামাবেন কিন্তু প্রতিপক্ষ কোথায় পাবেন? তাহলে কি নতুন দল ফাকা মাঠে গোল দিবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।