মানুষের কিছু সখ থাকে,আমার হইল কপি পেস্ট মারা :ঢ় আমাদের দেশে প্রত্যেক নাগরিকের তথ্য প্রকাশ করার অধিকার থাকলেও ইহা প্রকাশ করার মুল কারিগরি ক্ষমতা নিয়ে রেখেছে মিডিয়া নিজের হাতে কিংবা সরকারী সংস্থার হাতে। আপনি কোনো নিউজ পেপার এর ওয়েব সাইটে সরাসরি মন্তব্য করতে পারবেন না,কোনো সরকারী সাইটেও পারবেন না। এর অর্থ হল, আপনি যদি এমন কিছু বলে থাকেন যা ঐ তথ্য কে ভুল অথবা অতিরঞ্জিত বা বিবভ্রান্তমুলক প্রমান করে থাকে তবে তারা প্রকাশ করবে না। বলা যায়, আমার বাড়ী আমার নিয়ম,তুই কে যে আমার উপরে কথা বলিষ?, এমন একটা হাল তইরি হয়েছে। এটাকে নিশ্ছই হলুদ সাংবাদিক এর পর্যায়ে ফালানো যায়,তাইনা??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।