……. রবীন্দ্রনাথ ঠাকুর শিল্পী:ইন্দ্রানী সেন যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি ঝড় এসছে ওরে ওরে; ঝড় এসছে এবার ঝড়কে পেলেম সাথী।। আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি।। যে পথ দিয়ে যেতে ছিলেম ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে।। বুঝি বা এই বজ্র রবে নূতন পথে বার্তা কবে; কোনপূরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।