গত কয়েকদিন চলছে শাহাবাগের প্রজন্ম চত্তরে গণআন্দোলন। প্রগতিশীল ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের একটি জাতীয় সংগঠন এ গণআন্দোলনের ডাক দেয়, যেখানে দল-মত, নারীপুরুষ সহ সকল মানুষ যোগ দেয় শুধু মাত্র দেশ প্রেম ও স্বাধীনতার অস্তিত্ত রক্ষার। সবার একটাই দাবি রাজাকারের ফাঁসি চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ দেখতে চাই। শুক্রবার হয়ে গেল এই গণআন্দোলনের মহাসমাবেশ, যেখানে শপথ নিয়েছে লাখ লাখ মানুষ যারা রাজাকার মুক্ত বাংলাদেশ দেখতে চায়, এই আন্দোলনে আরও সফল সম্পর্ক ছিন্ন করার। মহাসমাবেশ থেকে আরও ঘোষণা এসেছে এ গণআন্দোলন চালিয়ে যাবার, যতদিন না সকল রাজাকারের ফাঁসি নিশ্চিত না হয়। এই গণআন্দোলন এখন আর শাহাবাগের আন্দোলন নয়, এটি সারা বাংলাদেশের গণমানুষের গণআন্দোলনে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও এ গণআন্দোলনের আছড়ে পয়েছে। গণআন্দোলন আজও চলছে, চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। কোন দলের নেতা এখানে এসে যদি নেতাগিরি ফলাতে চায়, গণআন্দোলনে তার ফল কি হয়, গত কিছু দিনে সবাই জেনে গেছে, আবার সংহতি প্রকাশ করতে চাইলে সবাইকে স্বাগতম। গণআন্দোলনে প্রতিদিন যাই, শেষ পর্যন্ত যেতে থাকব... সারাদিন কাজে ব্যস্ত থাকলে বিকেলে যাই... আমি যাবই যাব শাহাবাগের প্রজন্ম চত্তরে ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।