আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরের পথে যেতে যেতে দেখি পুলকের শেষ নেই // শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

সুন্দরের পথে যেতে যেতে দেখি পুলকের শেষ নেই
পুলকের পাতালে ডুবে দেখি, ভৃপৃষ্ঠই ফসলের জন্য স্পর্শকাতর
তোমাকে ভালোবেসে মূলত রমণ করি নিসর্গেই
কাছে এলে গ্রহণে তুমি হও তৎপর।

চোখের তারায় ভাসে লজ্জার কুয়াসা
অথচ ভিতরে ভরপুর ভালোবাসা
রক্তের গহীনে গোপণে অন্তগুঢ় প্রেমের বাণ
তারই জন্য তোমার মন আনচান।



সমাজ আর সংসার বাঁধার বেড়াজাল হয়
অথচ তুমি ভালোবাসার জন্য মরো সারারাত ভর
প্রেমের দহনে আগুনে পুড়ো যায় তোমার কামনার অধর
তোমার মন আমাতে চায় কত না অন্বয়।

তবু মুখ খুলে বলোনা, অন্তর্গত কামনার কথা __
এদিকে আমি প্রেমের দহনে পুড়ে ভরাই ভালোবাসার খাতা।
১১.০২.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।