আমাদের কথা খুঁজে নিন

   

আমার যেখানে শেষ , সেখানে তোমার শুরু

বিদ্যাই বল গল্পের প্লট ঃ গল্পের শুরু সে অনেক আগে তখন কেবল বাংলায় মানুষ আসতে শুরু করেছে । বাংলার উর্বর মাটি দেখে সবাই বুঝল যে এই মাটিই তাদের যাযাবর জীবনের অবসান ঘটাবে । সেই থেকে বাংলার পথ চলা শুরু । গল্পের প্রথম চরিত্র কমল । সে সব কিছুতেই অবাক হয় ।

কমলের সাথে পথ চলতে চলতে গল্পে আরো অনেকের সাথে দেখা হবে । একজনের পথ চলা শেষে শুরু হবে আরেকজনের পথ চলা । এভাবে দেখতে দেখতে নিয়াজের সাথে আমরা দেখব ৪৭ এর দেশ ভাগ । করিমের সাথে দেখব ৭১ এর বাংলাদেশ । স্বপ্নের দেশ ।

এভাবে পথ চলতে চলতে আমরা চলে যাব মৃ এর ভবিষ্যতের বাংলাদেশে , যার দুই ত্রিতীয়াংশ পানির নিচে চলে গেছে । তবু ও সেই দেশ বেচে আছে । তবুও তাঁর সপ্ন বেচে আছে । কেমন হবে সেই স্বপ্নের বাংলাদেশ ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.