আমাদের কথা খুঁজে নিন

   

ফারুক আহত

নতুন তাই ভূল হলে ক্ষমার চোখে দেখবেন ফারুকের বিষয়টি অনভিপ্রেত: টুকু হরতালে পুলিশের হামলায় বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবেদিন ফারুক আহত হওয়ার ঘটনাকে 'অনভিপ্রেত' বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তবে এ ঘটনায় বিএনপি নেতাদের উস্কানি ছিলো বলে দাবি করেন তিনি। প্রতিমন্ত্রী বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "বিএনপিকর্মীরা ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশের ডিসি ও এডিসিকে চড় মারতে চেয়েছে, তাদের উদ্দেশ্য করে কটূ মন্তব্যও করে। " ৪৮ ঘণ্টার হরতালের শুরুতে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন ফারুক। তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফারুকের ওপর নির্যাতনের বিষয়টি খতিয়ে দেখে এক্ষেত্রে পুলিশের দোষ থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল আলম হানিফ ইতোমধ্যে সাংবাদিকদের জানিয়েছেন। টুকু বলেন, মিছিল না করার জন্য তাদের (বিএনপি নেতা) অনুরোধ জানিয়েছিলো পুলিশ। এক পর্যায়ে পুলিশের ওপর চড়াও হওয়ায় এ ঘটনা ঘটেছে। "পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে। এ ঘটনায় অতিরিক্ত কিছু করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে", বলেন তিনি।

কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, "এ ধরনের অনভিপ্রেত ঘটনা যেন পুনরায় না ঘটে সে জন্য দায়িত্বশীল ব্যক্তিদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। " পুলিশকে হুমকি দিলে ফারুককে গ্রেপ্তার না করে কেন পেটানো হলো জানতে চাইলে তিনি বলেন, "গ্রেপ্তারের পরিবেশ ছিলো কি না, তা পুলিশ ভালো বুঝবে। এছাড়া মিছিলকারীরা আরো সতর্কতা অবলম্বন করতে পারতো। " পুলিশের এ ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে বলে মনে করেন কি না- প্রশ্ন করা হলে টুকু বলেন, এর জবাব জনগণই দেবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রতিবাদের পাশাপাশি জনদুর্ভোগ অবসানের কয়েকটি দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ চারদল।

টুকু বলেন, "হরতাল ও নানা কর্মসূচি দিয়ে বিরোধী দল মরণখেলায় মেতে উঠেছে। এ ধ্বংসাত্মক খেলায় তারা কেন মেতে উঠেছে, জাতি তা জানতে চায়। " হরতালের আগের দিন গাড়ি পোড়ানোর ঘটনাগুলো সরকারি দলের কর্মীদের- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্য প্রত্যাখ্যান করেন তিনি। সরকার জিয়া পরিবারের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে বলে বিএনপি নেতারা যে অভিযোগ করছেন, তার জবাবে আওয়ামী লীগ নেতা টুকু বলেন, "জিয়া পরিবারকে স্পর্শ করার অভিলাষ সরকারের নেই। জিয়ার পরিবারের সদস্যরা অর্থ সম্পদ লুট করতে গিয়ে নিজেরাই ধ্বংস হচ্ছে।

" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.