বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility খারাপ লাগছে
গান শুনলে আরও খারাপ লাগবে জানি । তবুও এই খারাপ লাগা অনুভূতিটাকে অনেক দরকার ! কষ্ট কষ্ট সুখ লাগে ।
না আমি কোন পৈশাচিকতা করব না । ধরব না ও গলাটা টিপে, কি করা আর সভ্য সুশিল যে আমি ।
চেয়ে চেয়ে দেখতে হবে প্রিয় প্রাণের হাতে আরেক হাত ।
অনেক কষ্টের হাসতে ইচ্ছা করছে ।
এত বার মোবাইল বেজে উঠল কিন্তু একি এত রাতে মোবাইল ব্যস্ততা ! এ প্রথম নয় । ধীরে ধীরে আচরণ এর বহি:প্রকাশ ।
প্রশ্নের কোন উত্তর পাওয়া যায় না । সবই ঘুরে যায় ফিরে যায়, হয় মাথা ব্যথা, না হয়ে কাজে ব্যস্ত, না হয় অন্য কিছু, না হয় ঘুম ।
অজুহাত এসে যায় কিন্তু ধরাই তো হয় সাধের সংযোগ যন্ত্র কে । সপ্তাহ মাস পেরুলে মন চাইলে ধরা হয় এতটুকু । তাতেই অজু হাতে বর্ষণ ।
ঘুরকুনো হয়েই কষ্ট কষ্ট সুখ পেতে হবে ।
মাঝে মাঝে দানব হয়ে উঠতে চায় মন ।
কিন্তু যখন মনে হয় পাথরকে কি আপন করা যায় ?
হুম, এক হাতে তালি বাজে না । আমারও ভুল ছিল । কিন্তু আমি তো ট্রেনের মত এক স্টেশন থেকে আরেক স্টেশন এ যাচ্ছি না । একটি স্টেশনেই স্থির হতে চেয়েছি ।
হোক আমি বদমেজাজী ।
আমি খারাপ । কিন্তু এই বলে ....
এত একলা করা দিবে একজনকে ?
তারউপর এই ভাবে ?
তাও নারী....?
বি:দ্র: কাল্পনিকতা মনে করলে করেত পারেন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।