ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায়
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য হরতাল দেয়া উচিত। বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালে আমাদের নৈতিক সমর্থন রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সপ্তাহে দু’-একদিন হরতাল না দিয়ে বিএনপির উচিত ছিল রোজার আগে এক মাসের লাগাতার হরতাল ঘোষণা করা।
তিনি বলেন, বাংলাদেশের ২৫ শতাংশ মানুষ ভারতবিদ্বেষী—ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এ তথ্য ঠিক নয়। প্রকৃতপক্ষে বাংলাদেশের ৯০ শতাংশ লোক ভারতবিদ্বেষী।
ভারতের সঙ্গে বিভিন্ন সমস্যার সমাধান এখনও না হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ সফরের আগে ভারতের প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যের অবশ্যই ‘মানে’ রয়েছে।
গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য আরিফ মঈনউদ্দিন, সহ-সভাপতি জামিলুর আখতার, প্রকৌশলী কামাল মোস্তাক, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
বিএনপি চেয়ারপার্সন ডাকলে এলডিপি তাদের সঙ্গে জোট বাঁধবে—এ ইঙ্গিত দিয়ে কর্নেল অলি বলেন, বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য খালেদা জিয়ার আহ্বান ইতিবাচক। তবে শুধু বক্তব্য দিয়েই ঐক্য গড়ে তোলা যাবে না।
এজন্য আলোচনা করতে হবে। নেতার সঙ্গে নেতাকে কথা বলতে হবে। দলের সভাপতি বা মহাসচিব পর্যায়ে এ আলোচনা হতে পারে বলে মনে করেন তিনি। বিএনপি ছাড়া অন্য যে কোনো দল ডাকলে এলডিপি তাদের সঙ্গেও আলোচনা করবে বলে জানান কর্নেল অলি।
সাবেক সেনাপ্রধান মইন উ আহমদ চট্টগ্রাম থেকে কোটি কোটি টাকা নিয়ে এসেছেন দাবি করে চট্টগ্রামের এ সংসদ সদস্য মইন ও ফখরুদ্দীন আহমদের বিচার দাবি করেন।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বেআইনিভাবে ক্ষমতা দখল করলে যে শাস্তির বিধান করা হয়েছে সে বিষয়ে তিনি বলেন, আইন করে দেশে তৃতীয় শক্তির উত্থান ঠেকানো যাবে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।