আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যপ্রণালী বিধিমালা সংশোধন

ওলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যপ্রণালী বিধিমালা সংশোধন সংবিধানের পরে এবার সংশোধিত হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিধিমালা। তবে, ট্রাইবুনালের মুখপাত্র নিজেই বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আসলে সেই অর্থে "আন্তর্জাতিক"না। সুতরাং, হেগের আন্তর্জাতিক বিচারালয়ের সাথে এর তুলনা চলেনা। তবে, আন্তর্জাতিক স্তরে গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্যই মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যপ্রণালী বিধিমালায় সংশোধনীগুলো আনা হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বিভিন্ন সময় প্রধানমন্ত্রী এবং বিচারকাজে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে আন্তর্জাতিক স্তরে গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য সংশোধনীর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছে।

যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন দূত স্টিপ জে রেপ তার ঢাকা সফরের সময় এবং হিউম্যান রাইটস ওয়াচ বিভিন্ন সময় বিষয়গুলো উত্থাপন করেছে এবং তা বিবেচনায় নিয়েই বিধিতে এই পরিবর্তন। ট্রাইবুনালের মুখপাত্র মো. শাহিনুর ইসলাম যাকে সংশোধিত বিধিমালায় মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করবেন, তার দাবি অনুসারে বিধিমালা বর্তমানে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র (Universal Declaration of Human Rights) ,নাগরিক ও রাজনৈতিক অধিকারের আর্ন্তজাতিক সনদ (International Covenant on Civil and Political Rights),ফেয়ার ট্রায়াল ম্যানুয়াল (Amnesty International/ Fair Trial Manual )সাথে সংগতিপূর্ণ। দ্বিতীয়বারের মতো আনীত সংশোধনীতে সাক্ষী ও ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সুরক্ষা দিতে বিধিমালায় একটি অধ্যায় সংযোজন করা হয়েছে। সাক্ষী সুরক্ষার বিষয়টি সংযোজন করতে যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন দূত রেপ ঢাকা সফরকালে অনুরোধ জানিয়েছিলেন। তদুপরি, এবার জামিনের বিধান যুক্ত করা হয়েছে।

গ্রেপ্তারের ১ বছরের মধ্যে তদন্ত শেষ না হলে অভিযুক্ত ব্যক্তি জামিন পেতে পারেন। তবে, ব্যতিক্রমী অবস্থায়, আটকাদেশের মেয়াদ আরো৬ মাস পর্যন্ত বাড়ানো যাবে। উপরন্তু, আসামীপক্ষের আইনজীবীকে আসামী দোষ স্বীকার না করলে প্রস্তুতির জন্য কমপক্ষে তিন সপ্তাহ সময় দেওয়ার বিধান বিধিতে সংযুক্ত করা হয়েছে। ট্রাইবুনাল প্রয়োজন মনে করলে এ সময় বাড়াতেও পারবেন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.