আমাদের কথা খুঁজে নিন

   

শিশিরের শব্দ

চিন্তা-চেতনা আহমদ সেলিম রেজা শিশিরের মতো স্বশব্দে হেসে ওঠে কত প্রাণ ঝরে পড়ে কত জল পাথর কান্না হয়ে যায় কত! অবিরত; খোঁজ কী তার, পড়েছে কখনো? তবু শিশির ঝরে স্বশব্দে পায়ে পায়ে পৌঁছে যায় চৌকাঠ মারিয়ে গীর্জায় মন্দিরে মসজিদে পাঠশালায় ঘরে ঘরে নিঃশব্দে নিরব ঘাতক যেমন হত্যা করে আততায়ী রাত। শূণ্য প্রহরে ঝির ঝির ঝরে পড়ে শিশির শিশির ছন্দে। শিশিরের নৈঃশব্দের শব্দমালা ডাহুককে মাতাল করে তোলে রাতের নিস্তব্ধতা গুমড়ে ওঠে ডাহুক আওয়াজে জেগে ওঠে বিরান ভূমি গোঙ্গানির মতো ছড়িয়ে যায় ডাহুক জিকির .. উজানে ভাটিতে শুধূ শিশির নৈশব্দ হাহাকার তেল আনতে নুন নেই পান্তা খাওয়ার ধূম নেই হাত ছোঁয়াবার জো নেই আগুনে গরম খেয়ছে সব পানি নেই বাতি নেই গ্যাস নেই ঘরে ঘরে জ্বলে না উনুন। চারদিকে নেই নেই নৈশব্দ আওয়াজ শিশিরের মতো ছড়িয়ে পড়ে গ্রাম থেকে নগরে সশব্দ শহরে শিশিরের সে নৈশব্দ আওয়াজ শুনিতে কি পাও? শুনিতে কি পায় কেউ? পৌছে কি তা কুহক ও বধির কুহরে আমি রোজ চোখ মেলে শিশিরের শব্ধ শুনি আর জেগে থাকে রাত দুচোখ ভরে আমি কান পেতে দেখি শিশিরের আওয়াজ পায়ে পায়ে আমাকে মারিয়ে গেল কি? শিশির শব্দ নিরবে জমিছে ধানের ডগায়, দুব্বা ঘাসে, লাঙলের ফলায় ফড়িং ওড়েনা আর দাড়িপাল্লায় কিষানের কাস্তের ছন্দে নৃত্য করে ঘচা ঘচা ঘচা ঘচ শব্দ তরঙ্গ শব্দের ঢেউ কেটে নেয় ধানের ডগা গেরস্তের গোলা ভরে উঠে ধানে। #

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।