আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা : একবিন্দু শিশিরের জল ;

শাফিক আফতাব------ বলা যায় তোমাকে বন্দি রেখেছিলাম, পাঁজরকারাবাসে ; যেখানে হৃদয় থাকে। বস্তুত বাহিরের পৃথিবীর ধুলো আর দুষিত জীবাণুর প্রকোপ থেকে বাঁচাতে। আবার ঝড়োবাতাসে যাতে তোমার কাণ্ডগুল্ম পাতাফুল ভেঙে না পড়ে ; কাবার ! তুমি বাহিরে উড়তে চাও, অবাধ স্বাধীনতার সাধ পেতে চাও, আমি সমূহবিপদাশাঙ্কার স্বৈরাচারী শাসকের মতোন তোমাকে কঠোরকঠিন নির্দেশে বন্দি রেখেছি, যাতে কোনো শৃগাল পাকড়াও করে তোমাকে লেহনে পঙ্কিল করে ছুঁড়ে না মারে কলঙ্কে। তুমি আধুনিকতার নামে নারী অধিকারের শ্লোগাণে, ভুলে গেলে সম্ভ্রম, নারীত্ব, লিঙ্গভেদ আর মানবতাবাদ ; কথিত উদারতার নামে মঞ্চ গরম করলে নগ্ন নাচে আর গানে, ঘরহীন বসবাস এখন তোমার, টকশোতে ছড়াচ্ছো তাজা প্রবাদ। ভালোবাসা প্রেম সে তো শ্লোগান নয়, হৃদয়ে গহীন তরল ; সেতো যুক্তিতর্ক নয়, উচু নিচু ভেদ নয়, একবিন্দু শিশিরের জল। নিসর্গ : ঢাকা ১৬.০৫.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.