আমাদের কথা খুঁজে নিন

   

শিশিরের শব্দে



শিশিরের শব্দে ভাঙেনিতো ঘুম ভাঙেনি ঘুম তার আযানে কোনও কাজ করেনি, আমলে নাজাত ফোটেনি কোনও ফুল বাগানে আজ সে এ মাঠে একাকী একা পায় না কোথাও কারও দেখা পিতা মাতা ভাইবোন বন্ধু স্বজন কত কে যে ছিল তার ডজন ডজন। কতজন ছিল আজ একাকী একা পায় না কোথাও কারও দেখা ও মাঠে পাবে না বন্ধু স্বজন থাকবে না কোনও পথ ফেরার মতো, সেই মাঠে বিচারের প্রলয় ধ্বনি, আসবে আজাবেরা অবিরত। ভেবে দেখো সেই মাঠে একাকী একা পাবে না কোথাও কারও দেখা এইসব হুঁশিয়ারী পেয়ে কোরআনে মুমিনেরা দিয়ে গেল গানে গানে। একদিন সেই মাঠে আমিও একা সেইদিন প্রভূ তুমি দিওগো দেখা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।