আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীন ফোনের আনলিমিটেড [৫ জিবি] এবং আমার কান্না।

শেষ বারের মতো সতর্ক করছি... আমি যখন পি৬ ব্যবহার করতাম। গতকার সকালেও তাই ছিল। দুপুরে একবার ভাবলাম। এক মাসের জন্য অানলিমিটেড পেকেজটা নিয়ে দেখি। আচ্ছা করে ডাউনলোড করবো।

যেহেতু হরতালের জন্য কয়েক দিন কাজ কর্ম থাকবেনা। ৯৭২ টাকা গচ্ছা দিয়ে নিয়ে নিলাম। কিন্তু হায়.... আগে যেখানে আমি ডালো করতে পারতাম 40kb/s আমি এই স্পিড নিয়ে খুব সন্তুষ্ট ছিলাম। আরামেই ব্রাউজ করে দিন যাচ্ছিল। কথায় বলেনা সুখে থাকলে ভুতে কিলায়।

আমারও তাই হয়েছে। আনলিমিটেড পেকেজ নেবার পরে আমার এখন ফেসবুক ওপেন হতে সময় লাগে বিশ/তিরিশ মিনিট। সামুতে ঢুকতে আমার প্রাণ প্রায় যায় যায় অবস্থা। ডাউনলোড দিলে সর্বোচ্চ স্পিড পাই ১kb/s তাও মাঝে মাঝে। এখন সারাদিন যে স্পিড পাই ২০০-৪০০B/s ।

আমার এখন কান্নাকাটি করা ছাড়া কি কোন উপায় আছে??  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.