আমাদের কথা খুঁজে নিন

   

বিধবা’র লালশাড়ী!!!

Cheiro Sharier এর বাংলা ব্লগ (১) হে মোর প্রানের স্বামী, কোথায় গিয়েছো হারিয়ে? আমি যে তোমারি অপেক্ষায়, তোমারী পথপানে চেয়ে আজ ও দিনগুনি আশায়, দিনমান তোমারী অন্বেশায়…….। ঐ দূর আকাশে- মেঘের ভেলায়…., নীল নীলিমায়-চাঁদের জ্যোৎসনায়….., মেহেদী-আলতায়-শোবার বিছানায় লাল শাড়ীটায়……,! প্রতিটি ক্ষনে-তোমারী অস্তিত্ত্ব অনুভবে, ধমনী-শিরায়-শিরায়-রন্দ্রে-রন্দ্রে রক্তকনিকায়., তোমারী প্রতিচ্ছবি-চোখের পাতায়……….! এসেছিলাম যবে বধু সেঁজে-লাল টকটকে শাড়ী’তে, তুমি ছিলে বর বেশে-লাজুক চাহনী’তে রুমালে মুখ ঢেকে পাগড়ী্তে-হ্রদয়ের রাজা হয়ে! ক্ষনে কালের তরে-অচেনা হয়নি মনে,! যেন যুগ যুগান্তরে-আমারি ছিলে,! তবে কি বিধাতাই সৃষ্টি করেছে স্বামী-স্ত্রী’তে অমন করে…..?! রাঁঙ্গা মেহেদীর হাত ছুঁয়ে-কথা দিয়েছিলে রইবে চিরকাল-এমনি করে, কভু যাবেনা আমায় ছেড়ে ………..। মাস না ফুরাতে-হটাৎ একদিন , পরম মমতা ভরে-কপালে আদর মেখে, বললে- “দু’দিনের জন্য যেতে হবে সদরে…., জরুরী কাজ সেরে’ই-আসবো ফিরে…।” চোখ দু’টো ভিজে ছিলো জলে, লাল শাড়ির আঁচলে মুছে দিলে, হেসে’ই বলেছিলে- “পাগল বউ আমার কিছুই বোঝেনা যে, যাচ্ছি কি চিরতরে………..!? তুমি ও আড়ালে চোখ মুছে নিলে,! “দেখো, হয়তো একদিনেই-আসবো সেরে, এসে যেন দেখি তোমায় এ লাল শাড়ীতে………”! (২) শুনেছিলাম-সেদিন রাতে, কি যেন ঘটেছিলো-মাঝ নদীতে,! তুমি ছিলে-সে নৌযানে, কেউ যেন পাচ্ছেনা-তোমায় খুঁজে……,! এর বেশী মনে নেই, চেতন হারিয়েছিলাম অজ্ঞাতে খুব কেঁদে ছিলো সবে….., আমি নির্বাক হয়ে-বিছানার পাশে রাখা, ছবিখানি বুকে জড়িয়ে……., একটুও কাঁদিনি-এত কলোরোলে,! বিশ্বাস ছিলো মনে-তুমিই তো বলেছিলে, আসবে ফিরে……………।! তবে আর কত দেরী-দু’দিন যেতে……..? বছর যে ফুরিয়েছে-আর কত দেরী কাজ শেষ হতে………..???! প্রভাত ফেরীর ডাক শুনে, উদ্ভ্রান্তের মতো ছুটে যাই-দরজার পানে, কতজন’ই আসে ফিরে-তোমায় তো দেখিনা তাদের ভীরে…………………।! বসে থাকি নিরালায়-আনমনে জানালায়, ধু-ধু প্রান্তরে’র আবছা আভায়, যেন তুমি আসছো ফিরে হন্তদন্ত হয়ে,! আমার অভিমানের ভয়ে,! যেন এক্ষুনি দেবে দরজার নাড়া…! আমার সে কি তাড়া! লাল শাড়ি পড়ে তোমার সন্মুখে আসবো বলে হয়ে যাই দিশেহারা……..,! অনেক আভিমানে-তোমায় দেখাবো বলে, রেখেছি যতন করে , চোখের জল গুলো-জমিয়ে রেখেছি লাল শাড়ী’তে……………………..।! প্রতি প্রভাতে সূর্য উঠে-আঁধারের কালিমা মুছে, আর আমি থাকি-তোমার প্রতীক্ষায় , সূর্যটা ডুবে যায়-নতুন দিনের আশায়, আমার আধার যে কভু না ফুরায়,! (৩) আর কত প্রতীক্ষায়-রাখবে আমারে? তবে কি হবেনা শেষ, ফিরবেনা ঘরে………?! সত্যি’ই কি চিরতরে গিয়েছো চলে?! সাগরের উত্তাল ঢেউ’য়ের অতলে?! ঐ আকাশের তারায় মিলে?! তবে কেন কথা দিয়েছিলে.........???!!! কেঁদে কেঁদে চোখের জল, গিয়েছে শুকিয়ে , এখন আর দাগ পড়েনা লাল শাড়ী’তে………………............................….।!!!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.