আমাদের কথা খুঁজে নিন

   

তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবিত চিকিৎসা উপকরণ নিয়ে প্রদর্শনী --দরিদ্রদের নাগালে আসছে আধুনিক চিকিৎসাসেবা

কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি। ইসিজি, এক্স-রে, পেডোগ্রাফের মতো আধুনিক চিকিৎসাসেবা নিতে গ্রামের মানুষকে আর শহরে যেতে হবে না। গুনতে হবে না কাঁড়ি কাঁড়ি টাকা। নিজের এলাকায় বসে অল্প খরচে তারা এসব সেবা পাবে হাতের নাগালে। এই সম্ভাবনার কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই-রব্বানীর নেতৃত্বে কাজ করা ১৫ জন তরুণ বিজ্ঞানী।

ইতিমধ্যে তাঁরা দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবন করেছেন টেলিমেডিসিনসহ পল্লিচিকিৎসা-ব্যবস্থা। উদ্ভাবকেরা জানান, এই চিকিৎসাব্যবস্থায় আছে কম্পিউটারভিত্তিক ইসিজি যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র, এক্স-রে যন্ত্র, স্টেথিস্কোপ ও কল্পোস্কোপ। এর মাধ্যমে প্রত্যন্ত এলাকায় বসেই রোগ নির্ণয় করা যাবে। একইসঙ্গে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যেকোনো স্থানের বিশেষজ্ঞ চিকিৎসকেরও পরামর্শ নেওয়া যাবে। অধ্যাপক রব্বানীর নেতৃত্বে এই তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রায় ১৫টি চিকিৎসা-উপকরণ নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ।

কার্জন হল চত্বরে গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিস্তারিত এখানে দেখুন সূত্রঃ সুখবর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।