অশ্রু জল.। । মধ্যবর্তী নির্বাচনের দাবি বাদ দিয়ে এবার সরকারের পদত্যাগের একদফা দাবিতে দুর্বার আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
শুক্রবার বিকালে মহানগরের একটি থানা সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্র্বাচন হবে না।
এখন আর মধ্যবর্তী নির্বাচনের দাবি নয়, এই সরকারের পতন ঘটাতে একদফা দাবিতে আন্দোলনে নামতে হবে। আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটাতে হবে। দেশনেত্রী (খালেদা জিয়া) ইতিমধ্যে সরকারকে হটানোর দুর্বার সংগ্রামে সবাইকে শরিক হওয়ার ডাক দিয়েছেন। "
রাজধানীর ফার্মগেটে নাজনীন উচ্চ বিদ্যালয় ও কলেজে মহানগরের ৯৯ নম্বর ওয়ার্ড সম্মেলন-২০১১ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ১৫ মে সাদেক হোসেন খোকাকে আহবায়ক করে ২১ সদস্যের কমিটি গঠনের পর রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে তেজগাঁও থানার ৯৯ নম্বর ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সিরাজুল ইসলাম ও এএসএম নাসির উদ্দিন চিশতিকে সাধারণ সম্পাদকসহ ৫ জন নেতাকে নির্বাচিত করা হয়।
সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাসের তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ''সরকার বুঝে গেছে, তারা জনগণ থেকে দূরে সরে গেছে। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান প্রণয়নে সংসদে সংবিধান সংশোধন করেছে। এটা দেশের জনগণ মানবে না। ''
বৃহস্পতিবার সংসদে পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল পাস হয়।
এই সংশোধনীর মধ্য দিয়ে অবসান ঘটলো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির। বিএনপি সংবিধান সংশোধনের তীব্র বিরোধিতা করে আসছে।
বিভিন্ন মহলের সমালোচনা থাকলেও সংবিধানে বহাল থাকছে রাষ্ট্রধর্ম ইসলাম ও 'বিছমিল্লাহ,,,'।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে একটি অস্থিতিশীল ও সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতেই সরকার সংবিধান সংশোধন করেছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা জনগণের মতামতের তোয়াক্কা না করে একতরফা সংবিধানের ৫১ টি ধারা সংশোধন করেছে।
তিনি অভিযোগ করেন, সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক 'মিথ্যা' মামলা দায়ের, সাজা প্রদানসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে।
মির্জা ফখরুল নবনির্বাচিত কমিটির নেতাদের অভিনন্দন জানান।
মহানগর সভাপতি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সমালোচনা করে বলেন, "সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। দেশের মানুষ তা যেকোনো মূল্যে তা প্রতিহত করবে। "
৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ারের সভাপতিত্বে সম্মেরনে মহানগরের সদস্য সচিব আবদুস সালাম, দলের কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মনিরুল হক চৌধুরী, মহানগর যুগ্ম আহবায়ক মো. সাহাব উদ্দিন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওয়ার্ড কাউন্সিলর রোকেয়া সুলতানা তামান্না, তেজগাঁও থানার সভাপতি জালাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।