সাহিত্য তখনি সুন্দর যখন তাতে আনন্দ পাওয়া যায় বাস্তব, শুনে রাখ,আমি জয়ী বেশেই ফিরতে চাই, জেনে রাখ,আমি একা নই, প্রমাণের প্রতিজ্ঞা আছে সবগুলো বুকে, নেই গর্জন,না...হুঙ্কারও নেই, বন্ধু, আমি তোমায় নিয়েছি চিনে ,বন্ধু তুমি ,হাত ছিল সাথে, আমি কথা রাখব ,যদিনা আকাশ বলে ,আমি মৃতদের মাঝে ... সামনে যে অনেক পথ,জানি তুমি থাকবে পাশে, আমি, নিজেকে মুক্ত ভাবার উপলক্ষ চাই, আমি মেঘে ঢাকা কালো রঙ চাই না, আমি নীল চাই...আকাশি নীল...। অতঃপর, ধুলোর পথে যাত্রা শুরু, আমরা সবাই জানি...আজকের পর আর একবারি বুক কাপবে... আরেকবার হাসার পরে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।