তোমাকে ভাবাবোই তেল গ্যাস জাতীয় সম্পদ রক্ষার জাতীয় কমিটির ৩ জুলাইয়ের হরতালের মধে দিয়ে আগত জুলাই মাসকে হরতালের মাস হিসেবে চিহ্নিত করা যাবে। আমারই নয় আমার অনেক বন্ধু বা সহকমীদের এমনই ধারণা।
এরমধধে বিএনপির সমমনা আরো ১২টি দল ১০ জুলাই ৩০ ঘন্টার হরতাল দিল।
এরা হরতাল দিল- সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি অবিকৃতভাবে না রাখার প্রতিবাদে। দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ- ভাসানী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ইসলামিক পার্টি ও নেজামে ইসলাম পার্টি।
সংশোধিত সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এবং শুরুতে বিসমিল্লাহ রাখা হয়েছে। তবে এর সঙ্গে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনস্থাপনের দাবি জানিয়েছে এ ১২টি দল।
ইসলামী দলগুলোর এ নিয়ে আপত্তির জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিল পাসের পর সংসদে বলেন, "বলা হচ্ছে- আল্লাহর নাম বাদ দেওয়া হয়েছে। এগুলো কেন বলা হচ্ছে- তা বোধগম্য নয়। আল্লাহর নাম ও বিসমিল্লাহির রাহমানির রহিম সংবিধান থেকে বাদ দেওয়া হয়নি।
"
আব্দুর রব ইউসুফী বলেন, "ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকারের অধিকাংশ কর্মকাণ্ড ইসলামবিরোধী। তারা আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে ঈমান ধ্বংস করতে চায়। "
এ কর্মসূচি দেওয়া দলগুলোর অন্যতম চরমোনাই পীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বুধবার একই দাবিতে আগামী ১০ জুলাই দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দেয়।
বিরোধী দল বিএনপি এখনো কর্মসূচি না দিলেও শীঘ্রই হরতাল দেবে এমন শংকা অনেকেরই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।