আউলা মাথার বাউলা পোলা। আবারো সার্কিট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই পোস্ট এ আপনাদেরকে 555 IC দিয়ে বানানো আরেকটি মজার এবং কাজের সার্কিট দেখাব। এই সার্কিট টি এর টেস্ট প্রোব এর দ্বারা পানির উপস্থিতি শনাক্ত করতে পারে।
টেস্ট প্রোব ২টি আপনি যেকোনো ধাতব তার দিয়ে বানাতে পারেন(যেমন তামা, লোহা ইত্যাদি)।
যেমন ছবিতে দেখানো হয়েছে যে, সার্কিট টির টেস্ট প্রোবে পানির ফোঁটা পড়লে সার্কিট এ সংযুক্ত স্পিকার টি বেজে উঠবে।
সুতরাং এই সার্কিট কে আপনি রেইন ডিটেক্টর হিসাবে কাজে লাগাতে পারেন।
মনে করেন ছাদে কাপড় শুকাতে দিয়ে আরাম করে ঘুমিয়ে গেলেন। আর ওই সময় বৃষ্টি এলো। আপনি টের না পেলে তো আপনার কাপড় শুকাতে দেয়া বৃথা।
রেইন ডিটেক্টর হিসাবে কাজে লাগালে আপনি টেস্ট প্রোব হিসেবে ২ টি লম্বা ইন্সুলেটেড তারের প্রতিটার ১ মাথা সার্কিট এ লাগিয়ে আরেক মাথা ঘরের বাইরে কোথাও কোন স্ট্যান্ড এর সাহায্যে রাখুন।
এবার তারগুলার বাকি মাথা ২ টা তে খোলা ধাতব তার দিয়ে ছবিতে যেমন দেখানো হয়েছে তেমন করে ঘন জালির মত বানান যেন পানির একটা ফোঁটা একসাথে ২ তারে পড়ে । বৃষ্টির পানি পড়লেই তখন সার্কিটের ২ তারের ভেতর পানির রোধ কার্যকর হবে আর স্পিকার বেজে উঠবে।
আপনি এটা দিয়ে বাসার ছাদের পানির ট্যাঙ্কি ভরেছে কিনা তাও টেস্ট করতে পারবেন। টেস্ট প্রোবের লম্বা ইন্সুলেটেড তার ২টার শেষ মাথা ট্যাঙ্কির ঢাকনার একটু নিচ পর্যন্ত প্রবেশ করিয়ে রেখে দিন।
ট্যাঙ্কি ভরে গেলে পানি যেই তারের ২ মাথা স্পর্শ করবে অমনি স্পিকার বেজে উঠবে।
পোস্ট এ সংযুক্ত ছবিতে দেখুন সার্কিট বানাতে আপনার লাগবেঃ
১টি 555 IC, ১টি ২ মেগা ওহমের রোধক। আপনি ১ মেগা ২ টি কিনে সিরিজে লাগিয়ে নিন। আরও লাগবে ১টি ১ ন্যানো ফ্যারাড ক্যাপাসিটর ( এর গায়ে 102 J লেখা দেখতে পাবেন)।
শব্দ তৈরির জন্য ছোটো সাইযের যেকোনো সাধারন স্পিকার বা বাযার লাগাতে পারেন।
৯ ভোল্ট ব্যাটারি দিয়ে সার্কিট চালালে অনেক জোরে স্পিকার বাজবে।
ছবিতে দেখানো ডায়াগ্রাম অনুযায়ী বানিয়ে ফেলুন।
_______________________________________________
(বিঃ দ্রঃ সার্কিটটি আমি আজকে নিজে বানিয়ে টেস্ট করেছি এবং এটা কাজ করে। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।