আমাদের কথা খুঁজে নিন

   

এবার ডাউনলোড করে নিন দামী একটি সফটওয়ার একদম ফ্রিতে আর পিসিকে দিন তুফানের মত গতি......।

অনুবাদ করতে ভালবাসী । তবে অনুবাদে ভাত আছে বলে মনে হয় না। facebook ও Mail এ আমি ঃ-sampad1987@yahoo.com সফটওয়ারের বাজে ব্যাবহার, ভাইরাস ও অন্যান্য বিভিন্ন কারনে যখন আমাদের অপারেটিং সিস্টেমটি ধুকতে থাকে তখন এটাকে পালটানো ছাড়া আমাদের আর কোন উপায় থাকেনা। এতে করে আমরা যেমন পিসির ক্ষতি করছি ঠিক তেমনি করছি আমাদের সময়ের অপচয়। ত চলুন আপনাদের পরিচিত করিয়ে দেই এমন এক্টী সফটওয়ারের সাথে যা শুধুমাত্র আপনাদের পিসিকে সুরক্ষিতই করবে না বরং বাঁচিয়ে রাখবে আপনার পিসির ঝরের মত গতি।

হ্যা Award জয়ী এই সফটওয়ার টির নাম Advance system optimizer virsion-3 সংক্ষেপে যাকে বলা হয় Aso v3 । সারা বিশ্বে এটা যে কতটুকু জনপ্রিয় সেটা google এ একবার সার্চ করলেই বোঝা যায়। তবে সহজে এর ফ্রি ভার্সন পাওয়া না গেলে আজ আমি শিখিয়ে দেব কিভাবে একে ফ্রি ব্যাবহার করতে হয়। প্রথমে এটাকে এই লিঙ্ক ( ASO-V3 ) থেকে ডাওনলোড করেনিন। এরপর আপনার internet টি disconnect করুন।

তারপর এক্সট্রাক্ট করে ইন্সটল করুন। ইনস্টল করার পরপরই এটা রান করবে। যদি রান না করে তবে আপনি রান করুন। রান করার পর নিচেরছবির মত একটা উইন্ডো আসবে। লাল কালি দিয়ে ঘেরা জায়গাটা খেয়াল করুন ।

কি লেখা? Renew। তার মানে এটা আপনাকে সিরিয়াল কি দিয়ে রেজিস্টার্ড করতে বলছে। এবার এটাকে closeকরুন এবং টাস্ক ম্যানেজার থেকে এটাকে end করুন। টাস্ক ম্যানেজারএ যাওয়ার জন্য alt + ctrl+ del কি গুলিচেপে ধরুন। সেখানে start task manager এ ক্লিক করে prossess ট্যাবে গিয়ে aso টিকে রাইট বাটনে ক্লিক করে end করুন।

এবার এক্সট্রাক্ট করার পর যে magic ফোল্ডারটি পেয়েছিলেন সেখান থেকে দুটি ফাইল কপি করে c drive এর যেখানে সফটওয়ারটি ইন্সটল করেছেন সেখানে রিপ্লেস করুন। ( রিপ্লেস করুন মানে এই ফাইলগুলি আগে সেখানে ছিল এখন সেগুলো ডিলিট করে নতুন করে পেস্ট করুন ) করা শেষ? তাহলে এবার ডেক্সটপ থেকে আবার advance system optimizer টিকে রান করুন। তারপর দেখুন ম্যাজিক। !! সবুজ মার্ক করা অংশটিতে দেখুন । কি দেখলেন? Registersd!!. এবার স্ক্যান টাইপ সিলেক্ট করে লাল মার্ক করা smart pc care এ ক্লিক করুন।

স্ক্যান শেষ হবার পর optimize optionএ ক্লিক করে অপ্টীমাইযেসন সম্পন্ন করুন। এবার নিজেই অনুভব করুন আপনার পিসির গতি কতটুকু বেড়েছে। শুধু তাই নয়, এই সফটওয়ারএর সাথে যুক্ত করা বিভিন্ন application গুলার দিকে খেয়াল করুন। এগুলো ব্যাবহার করেও ম্যানুয়ালি আপনি আপনার পিসির গতি বাড়িয়ে নিতে পারেন বহুগুন। ত শুরু করে দিন।

আর বলুন এমন অনেক কিছুই হবে যা কেউ ভাবেনি আগে। আরো বিস্তারিত জানতে পুংটা ভাইয়ের কমেন্ট টা পরুন। ......................HaPpy BloGing .....................  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.