পরীক্ষা এমন একটা জিনিস যা আরম্ভ হওয়ার আগেই আমার সর্দি কাশি অথবা জ্বর শুরু হয়ে যায় । একদম বিনা মিসড কলে । যাই হোক কয়েক দিন আগে স্বপ্নে দেখলাম ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছি সব বন্ধুদের সাথে । মোটামোটি অর্ধেক পথ শেষ । তখন হঠাত্ দেখি চারিদিকে বরফ ।
ঠান্ডা বাতাস । উঁচু নিচু বন্ধুর পথ । অবাক হলাম । তারপর রাস্তা পেরোতে পেরোতে নিজেকে হঠাত্ করেই এভারেষ্টে চূড়ায় আবিস্কার করলাম :O ! অবাক হলাম । আরো অবাক হলাম যখন দেখলাম এভারেষ্টের পাশেই এভারেষ্টের সমান একটা বিল্ডিং ।
যেহেতু এভারেষ্ট জয় কইরা ফালাইছি তাই গর্বে বুক ফুলে যাচ্ছে । নিয়ামানুযায়ী দেশের পতাকা উড়াতে হয় অথবা কেউ কেউ পুঁতে আসে চূড়ায় । আমরা তো আর পতাকা নেই নি । কি আর করা । তখন দেখলাম নির্ঝর তার ব্যাগ থেকে ইয়াআআ বড় এক কাঁঠাল বের করেছে ।
শেষে জাতীয় ফল কাঁঠালকেই এভারেষ্টের চূড়ায় পুঁতে দিলাম ।
স্বপ্ন শেষ হবার পর ঘুম থেকে উঠে দেখলাম ঘড়িতে নয়টা বাজে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।